রোববারের আলাপন- ২০২৩ সাল বেইজিং আন্তর্জাতিক দীর্ঘ দূরত্বে হাঁটার উৎসব আয়োজিত
2023-06-04 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি তৌহিদ এবং আকাশ।


আকাশ: বন্ধুরা, আমরা আগের অনুষ্ঠানে বেইজিং ও কুয়াংচৌর কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমরা খুনমিংয়ের সংশ্লিষ্ট তথ্য আপনাদেরকে জানাবো, কেমন?


বন্ধুরা, খুনমিংয়ের ডাকনাম হচ্ছে ‘চির বসন্ত নগর’। কারণ সারা বছর খুনমিংয়ের তাপমাত্রা বেশি ঠান্ডাও থাকে না, বেশি গরমও হয় না। সবসময় বসন্তকালের মত। শহরে সারা বছরের গড় তাপমাত্রা থাকে ১৫ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে গরমের সময় গড় তাপমাত্রা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে ঠান্ডার সময়ে গড় তাপমাত্রা হয় ৮ ডিগ্রি সেলসিয়াস। 


খুন মিং ইউননান প্রদেশের রাজধানী। শহরটির জনসংখ্যা মাত্র ৮৬ লাখ। ২০১৯ সালে এই শহরের মাথাপিছু আয় ছিল ৯৩ হাজার ৮৫৩ ইউয়ান। 


২০০৫ সালের পয়লা মে থেকে, ঢাকা থেকে খুনমিং-গামী আন্তর্জাতিক বিমান চালু হওয়ার পর থেকে, অনেক বেশি বাংলাদেশি মানুষ খুন মিংয়ে লেখাপড়া, চাকরি, ব্যবসা বা ভ্রমণ করেন।

তৌহিদ ভাই, আপনার খুন মিং সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে কি? 

তৌহিদ:...

সংগীত 


বন্ধুরা, ২০২৩ সালে ‘বেইজিং আন্তর্জাতিক দীর্ঘ দূরত্বে হাঁটা উত্সব’ সম্প্রতি বেইজিংয়ের ফাং সান জেলায় আয়োজন করা হয়েছিল। এবারের উত্সবের প্রতিপাদ্য ছিল ‘নতুন যাত্রায় এগিয়ে যাওয়া’। প্রতিযোগিতায় মোট ৬ কিলোমিটার, ১৬.৫ কিলোমিটার ও ২১ কিলোমিটারের তিনটি রুট ছিল। এতে দশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছিল।


একই সময়ে, ২৭তম ফাং সান পর্যটন ও সংস্কৃতি দিবসও উদ্বোধন করা হয়। এবারের দিবসটি চলতি বছরের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে বেইজিংয়ের প্রথম নাশপাতি ফুল ফোটা দিবসসহ মোট ২৬টি কার্যক্রম রয়েছে।

তৌহিদ ভাই, আপনি চীনে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কি ? 

তৌহিদ:... 

আকাশ: জগিং বা লম্বা দূরত্বের হাঁটা শরীরের জন্য অনেক ভাল। আপনি এ বিষয়ে কিছু পরামর্শ দিতে পারবেন কি? 

তৌহিদ:....