শেনচৌ-১৫ মিশন সফল: কমান্ডার ফেই চুন লুং
2023-06-04 16:28:53

জুন ৪, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ মিশন শেনচৌ-১৫ সফল হয়েছে বলে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মিশন কমান্ডার ফেই চুন লুং। রোববার চীনের অন্তর্মোঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের তংফেংয়ে অবতরণ করার পর এ মন্তব্য করেন। 

কমান্ডার ফেই চুন লুং বলেন,"আমি আমার দেশ ও জনগণকে জানাতে চাই যে শেনচৌ-১৫ সফলভাবে কক্ষপথে সব কাজ ভালোভাবে শেষ করেছে। আমরা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছি। আমরা ভাল বোধ করছি"।

মিশনে যারা অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিশন অপারেটর তেং ছিংমিং। তিনি বলেন, “গত ২৫ বছরের অভিজ্ঞতা ,অধ্যবসায় আমাকে স্বপ্ন দেখতে সাহস যুগিয়েছে।  আমার বয়স যাই হোক না কেন, আমি সবসময় খুশি কারণ দেশের প্রয়োজনে কাজ করছি”।

শেনচৌ-১৫’র অপারেটর চাং লুর এটা ছিল প্রথম মহাকাশ অভিযান। তিনি বলেন, "আগামী দিনে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। পরবর্তী মিশনের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য প্রশিক্ষণ পুনরায় শুরু করব।"

নাহার/ হাশিম

তথ্য ও ছবি- সিজিটিএন/চায়না ডেইলি।