মার্কিন ও কানাডিয়ান যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালীতে প্রবেশে চীনের নিন্দা
2023-06-04 19:58:13

জুন ০৪, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালী প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ)।

পিএলএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস চুং-হুন (ডিডিজি ৯৩) এবং কানাডার হ্যালিফ্যাক্স-শ্রেণির ফ্রিগেট এইচএমসিএস মন্ট্রিল (এফএফজি ৩৩৬) শনিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে এবং সেটি ফলাও করে প্রকাশ করে।

পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল শি ই শনিবার প্রকাশিত একটি লিখিত বিবৃতিতে এই ধরনের উস্কানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানান।

মুখপাত্র বলেন, "পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের নৌ ও বিমান বাহিনী মার্কিন ডেস্ট্রয়ার এবং কানাডিয়ান ফ্রিগেটকে অনুসরণ ও নজরদারি করে এবং পরিস্থিতি আইনতভাবে ও পেশাদারি্ত্বের সঙ্গে মোকাবিলা করে।"

শি উল্লেখ করেন, সংশ্লিষ্ট দেশগুলো ইচ্ছাকৃতভাবে তাইওয়ান প্রণালীতে সমস্যা এবং ঝুঁকি তৈরি করছে, বিদ্বেষপূর্ণভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে নষ্ট করছে এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে ভুল সংকেত দিচ্ছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, "পিএলএ ইস্টার্ন থিয়েটার কমান্ডের সৈন্যরা সর্বদা উচ্চ সতর্কতা অবলম্বন করবে, দৃঢ়ভাবে সকল হুমকি ও উস্কানির জবাব দিতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে এবং চীনের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে।"

রহমান/হাশিম

তথ্য ও ছবি: সিজিটিএন।

#চীন #তাইওয়ান #পিএলএ #যুদ্ধযান