চীন-ইউরোপ ব্যবসা ফোরাম অনুষ্ঠিত থিয়ানচিনে
2023-06-04 16:27:05

জুন ৪, সিএমজি বাংলা ডেস্ক: উত্তর চীনের থিয়ানচিনে শুক্রবার চীন-ইউরোপ ব্যবসায় ফোরাম অনুষ্ঠিত হয়েছে। এ ফোরামের লক্ষ্য ছিল চীন ও ইউরোপের মধ্যে ব্যবসায়িক সহযোগিতার জন্য একটি উচ্চ পর্যায়ের বিনিময় প্ল্যাটফর্ম গড়ে তোলা।

আয়োজকরা জানিয়েছেন, একদিনের এ ফোরামে যোগ দেন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং চীনা ও ইউরোপীয় উদ্যোক্তাসহ সাড়ে ৩শ’র বেশি ব্যক্তি।

সরকারি উপাত্ত বলছে, থিয়ানচিনে ১০ হাজারেরও বেশি দেশি-বিদেশি বিনিয়োগকারী এসেছেন এবং বিদেশি উদ্যোক্তারা সেখানে লগ্নী করেছেন ২শ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।

থিয়ানচিন পৌরসভা উন্নয়ন ও সংস্কার কমিশন জানিয়েছে, বর্তমানে সেখানে ২৭৬টি ফরচুন ৫০০ এন্টারপ্রাইজ রয়েছে, যাদের ১৭৬টিই বিদেশি।

ফোরামে এক বক্তৃতায় থিয়ানচিনের বিনহাই নতুন অঞ্চলে কমিউনিস্ট পার্টি প্রধান লিয়ান মাওজুন বলেন, থিয়ানচিন একটি বাজার-ভিত্তিক ও আইন-ভিত্তিক আন্তর্জাতিক ব্যবসার পরিবেশ তৈরি করতে থাকবে এবং বিদেশি বিনিয়োগকারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

আয়োজকরা জানান, ইউরোপীয় উদ্যোক্তা এবং পৌর সরকারের মধ্যে যোগাযোগ ও আদান-প্রদান জোরদার করার লক্ষ্যে একটি ব্যবসায়িক উন্নয়ন কার্যক্রম এবং একটি সরকার-ব্যবসায়ী উপ-ফোরামও অনুষ্ঠিত হয়।

রহমান/হাশিম

তথ্য ও ছবি: চায়না ডেইলি।