'লাসায় ফিরে এসেছি'
2023-06-03 10:02:26

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

(গান ১)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘নগ্ন’ শীর্ষক গান। ১৯৯২ সালে বিদেশে লেখাপড়া করার জন্য চেং চুন প্রস্তুতি নেন। যখন ভিসার জন্য দাঁড়ান ঠিক এসময় কুও ছুয়ান লিন নামে একজনের সঙ্গে পরিচয় হয় তার। কুও ছুয়ান লিন ছিলেন চীনের বিখ্যাত ব্যান্ড ‘প্যান্থারস’-এর ম্যানেজার। কুও ছুয়ান লিন চেং চুনের গান শুনেছেন। তিনি 'লাল তারকা' নামের একটি সংগীত কোম্পানির কাছে সুপারিশ করেন চেং চুনের জন্য। ফলে চেং চুন বিদেশে না-গিয়ে ওই কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এখন আমি আপনাদের চেং চুনের কন্ঠে ‘উল্কা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘উল্কা’ শীর্ষক গান। ১৯৯৪ সালে চেং চুনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'নগ্ন' প্রকাশিত হয়। এখন আমরা শুনব এ অ্যালবামের দুটি গান। প্রথমে উপভোগ করব 'লাসায় ফিরে এসেছি'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘লাসায় ফিরে এসেছি’ শীর্ষক গান। এখন শুনুন ‘সিন্ডারেলা’ নামের আরেকটি গান। আসলে এই গানটি চেন চুন তার মেয়েবন্ধুর জন্য লিখেছিলেন। পরে ১৩ বছর প্রেম করে দু’জন ২০০৩ সালে বিয়ে করেন। তবে ২০১১ সালে দু'জনের বিবাহবিচ্ছেদ ঘটে যায়। যাই হোক, দু’জনের ভালোবাসা আমাদের দিয়েছে এমন একটি চমত্কার গান। শুনুন তাহলে গানটি।

(গান ৪)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘সিন্ডারেলা’ শীর্ষক গান। আপনারা হয়ত বুঝতে পেরেছেন, চেং চুনের সংগীতরীতি রক। গত শতাব্দীর ৮০-র দশক ছিল চীনা রক সংগীতের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। তখন আবির্ভূত হন অনেক নামিদামি রক শিল্পী, যারা এ পর্যন্ত চীনা যুবক-যুবতীদের ওপর প্রভাব ফেলেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ছাংআন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্প চেং চুনের কন্ঠে ‘ছাংআন’ শীর্ষক গান। আমার মনে হয়, রক গানে এক ধরনের মুক্তির আবেশ রয়েছে এবং চেন চুনের গানে আমি পেয়েছি সেই মুক্তির স্বাদ। চেন চুন উত্তর চীনের মানুষ। তাই তার কন্ঠে ও চরিত্রে আমরা দেখি এক ধরনের বলিষ্ঠতা। এখন শুনুন চেন চুনের কন্ঠে আরেকটি গান। গানটি আমার প্রিয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

 (গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)