ফিলিপিন্সের জন্যও আরসিইপি কার্যকর হলো
2023-06-02 19:42:09

জুন ১: আজ (শুক্রবার) থেকে ফিলিপিন্সের জন্যও বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তি আরসিইপি কার্যকর হয়েছে। এর ফলে, চুক্তিতে স্বাক্ষরকারী ১৫টি দেশের সবকটির জন্য এটি সম্পূর্ণ কার্যকর হলো। চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো হচ্ছে ১০টি আসিয়ানভুক্ত দেশ এবং অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ও নিউজিল্যান্ড। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় বলেছে, আরসিইপি ব্যাপকভাবে পূর্ব এশীয় বাণিজ্য ও বিনিয়োগ উদারীকরণ ও সুবিধার স্তর বাড়াবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক অর্থনীতির দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল উন্নয়নে সাহায্য করবে।

মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে চীন এবং অন্যান্য আরসিইপি সদস্যদেশের মধ্যে মোট আমদানি-রফতানির পরিমাণ ছিল ১২.৯৫ ট্রিলিয়ন ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৭.৫% বেশি। আর চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত, চীন এবং অন্যান্য আরসিইপি সদস্যদেশের মধ্যে মোট আমদানি-রফতানির পরিমাণ ছিল ৪.১২ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ৭.৩% বেশি।

এ ছাড়া, ২০২২ সালে অন্যান্য আরসিইপি সদস্যদেশে চীনের প্রকৃত বিনিয়োগ ছিল ২৩.৫৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৩.১% বেশি। আর চলতি বছরের জানুয়ারী থেকে এপ্রিল পর্যন্ত, অন্যান্য আরসিইপি সদস্যদেশে চীনের প্রকৃত বিনিয়োগ ছিল প্রায় ৮.৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়কালের চেয়ে ১৩.৭% বেশি।  (ইয়াং/আলিম/ছাই)