ডক্টর এ. কে. এম মহসিনের সাক্ষাত্কার
2023-06-02 17:37:28

 আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন ডক্টর এ. কে. এম মহসিন। ডক্টর এ. কে. এম মহসিন বর্তমানে তিনি চিনের ল্যানঝো ইউনিভার্সিটি অর্থ নিতি স্কুলের  , পোস্টডক্টরাল রিসার্চ ফেলো হিসেবে কর্মরত আছেন এবং বাংলাদেশের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস স্কুলে সিনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন । এ ছাড়াও, তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেল্ট অ্যান্ড রোড রিসার্চ সেন্টারের ফাউন্ডার উপ-পরিচালক এর দায়িত্ব পালন করছেন।

 

ডঃ মহসিন চীনের লেইফাং স্বেচ্ছাসেবক সংস্থার সঙ্গেও জড়িত আছেন। তিনি চীনের শানসি নরমাল ইউনিভার্সিটি থেকে তাঁর পিএইচডি সম্পন্ন করেন।

 

তিনি একজন গবেষক। তিনি ব্যবসা ও অর্থনীতিসংশ্লিষ্ট অনেক গবেষণা নিবন্ধ ও বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, আন্তর্জাতিক ব্যবসা, রাজনৈতিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং ব্যবসা ও অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও তার গবেষণার আগ্রহ রয়েছে।