ম্যাকাওয়ে আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগ ও নির্মাণ ফোরাম আয়োজিত
2023-06-02 19:41:26

জুন ১: দুই দিনব্যাপী ১৪তম আন্তর্জাতিক অবকাঠামো বিনিয়োগ ও নির্মাণ শীর্ষসম্মেলন ফোরাম গতকাল (বৃহস্পতিবার) ম্যাকাওয়ে শুরু হয়। ফোরামে ৬০টিরও বেশি দেশ এবং অঞ্চলের ৭০০টিরও বেশি প্রতিষ্ঠানের ৩ সহস্রাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এবারের ফোরামটি প্রথমবারের মতো একটি পেশাদার প্রদর্শনী হিসেবে অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট প্রদর্শনকারী ও প্রতিষ্ঠানগুলো "আঞ্চলিক সংযোগের ওপর ফোকাস করে, দশ বছরে 'বেল্ট অ্যান্ড রোড'-এর সাফল্য প্রদর্শন", "নিম্ন-কার্বন, সবুজ উন্নয়ন" এবং "ডিজিটাল বুদ্ধিমত্তা, প্রযুক্তির ক্ষমতায়ন" শীর্ষক তিনটি থিমের ওপর জোর দেয়।

ফোরামে অংশগ্রহণকারী চায়না পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন বিশ্বের ২৯টি দেশের সাথে ১১০টি সহযোগিতা প্রকল্প পরিচালনা করছে। গ্রুপটি সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন ধারণা মেনে চলে এবং স্মার্ট শক্তি ও স্মার্ট শহর ধারণার ভিত্তিতে অবকাঠামো নির্মাণের একটি সামগ্রিক সমাধান পেশ করে।

চায়না আরবান অ্যান্ড রুরাল হোল্ডিংস গ্রুপ কোং লিমিটেডের বুথে, কেনিয়ার ব্যবসায়ীরা নতুন নিম্ন-কার্বন ভাইব্রেটিং মেমব্রেন প্রযুক্তি ব্যবহার করে স্যুয়ারেজ রিসোর্স ইউটিলাইজেশন প্রোডাক্টের প্রদর্শনী মনোযোগ সহকারে দেখেছেন এবং মাঝে মাঝে বিস্তারিত জানতে কর্মীদের সাথে পরামর্শ করেছেন।

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সামিট ফোরামটি ২০১০ সালে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনে প্রতিষ্ঠিত হয়। এর যৌথ আয়োজক হচ্ছে চায়না ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এবং ম্যাকাও ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন ইনস্টিটিউট দ্বারা সহ-আয়োজক। ২০১২ সাল থেকে আন্তর্জাতিক অবকাঠামো ফোরাম ম্যাকাওয়ে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। (ইয়াং/আলিম/ছাই)