শিশুরা দেশের ভবিষ্যত এবং জাতির আশা: সি চিনপিং
2023-06-01 15:57:47

জুন ১, সিএমজি বাংলা ডেস্ক: শিশুদের নৈতিক ভিত্তি, বুদ্ধিমত্তার সক্ষমতা, শারীরিক শক্তি, নান্দনিক সংবেদনশীলতা এবং কর্মদক্ষতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তিনি বলেছেন, ‘শিশুরা দেশের ভবিষ্যত এবং জাতির আশা’।

১ জুন শিশু দিবসের প্রাক্কালে ৩১ মে বুধবার বেইজিংয়ের একটি স্কুল পরিদর্শনকালে এ কথা বলেন চীনা প্রেসিডেন্ট। 

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির জেনারেল সেক্রেটারি এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিনপিং নতুন যুগে শিশুদের সকল প্রকার বিকাশের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি দেশের সকল শিশুকে শিশুদিবসের শুভেচ্ছা জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা শিক্ষাগ্রহণ করে শক্তিশালী দেশ গঠন এবং জাতীয় পুনর্জাগরণে ভূমিকা রাখবে। তারা অভিভাবক, পাটি এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে।

সিপিসির কেন্দ্রীয় কমিটির পলিটিকাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সিপিসি সেন্ট্রাল কমিটির জেনারেল অফিসের পরিচালক সাই ছি এবং সিপিসি সেন্ট্রাল কমিটির পলিটিকাল ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য ও ভাইস প্রিমিয়ার তিং সুয়েসিয়াং চীনা প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন।

১ জুন চীনে শিশুদিবস পালিত হয়।

শান্তা/সাজিদ

তথ্য ও ছবি: সিজিটিএন, সিনহুয়া