শেনচৌ-১৬ মহাকাশযান মহাকাশ স্টেশনের সঙ্গে ‘টি’ আকারে সংযুক্ত হয়েছে
2023-05-31 14:03:20

মে ৩১: গতকাল (মঙ্গলবার) সকালে চীনের শেনচৌ-১৬ মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মহাকাশযানটি নির্ধারিত কক্ষপথে পৌঁছায় এবং বেইজিং সময় বিকাল ৪টা ২৯ মিনিটে সুষ্ঠুভাবে মহাকাশ স্টেশন থিয়ানহ্য কোর মডিউলের সঙ্গে সংযুক্ত হয়েছে। পুরো সংযোগ প্রক্রিয়ায় সময় লেগেছে সাড়ে ৬ ঘন্টা। এরপর শেনচৌ ১৫ এবং শেনচৌ-১৬ মিশনের দুই নভোচারী দল মহাকাশ স্টেশনে মিলিত হয়েছেন।

 

এবারের মহাকাশযাত্রা হল, চীনের মহাকাশ স্টেশনের ব্যবহারিক ও উন্নয়ন পর্যায়ের প্রথম মানববাহী মহাকাশযান মিশন। যা মহাকাশ স্টেশনের তিন কেবিনের ‘টি’ আকারে সংযোগের কাঠামো বাস্তবায়নের প্রথম কর্তব্য।

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনের মানববাহী মহাকাশযান সিস্টেমের প্রধান ডিজাইনার কাও সুই জানান,

এবার রেডিয়াল বাট জয়েন্ট-এর পদ্ধতি প্রয়োগ করেছি আমরা। কারণ, বর্তমানে স্পেস স্টেশনের সামনের দিকে শেনচৌ-১৫ মহাকাশযান সংযুক্ত আছে। তাই এবার শেনচৌ-১৬ মহাকাশযান, দ্রুত স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হওয়ার পদ্ধতিতে স্পেস স্টেশনের সঙ্গে সংযুক্ত করা হবে।

 

মহাকাশ স্টেশন নির্মাণের সময়, শেনচৌ-১৩ এবং শেনচৌ ১৪ মহাকাশযানের রেডিয়াল বাট জয়েন্ট-এর তুলনায় শেনচৌ ১৬ মিশনের সংযুক্ত হওয়ার চ্যালেঞ্জটি ভিন্ন। একদিকে, ওয়েনথিয়ান পরীক্ষা মডিউল, মেংথিয়ান পরীক্ষা মডিউল, শেনচৌ মানববাহী মহাকাশযান, থিয়ানচৌ মালবাহী মহাকাশযান বিভিন্ন পর্যায়ে স্পেস স্টেশনের গঠনের কাজে যোগ দিয়েছিল। এর ফলে স্পেস স্টেশন কমপ্লেক্সের আকার, ওজন ও অবস্থা নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ উপাদান—সবই বেশ পরিবর্তন হয়েছে। অন্যদিকে, আরো বড় আকারের কমপ্লেক্স শেনচৌ-১৬ মহাকাশযানে লাগানোর পরিমাপ সেন্সরকে গোপন করে রাখবে, যা প্রধানত মহাকাশ– বিশেষ করে সূর্যকে পর্যবেক্ষণের লক্ষ্যে কাজ করবে।

 

মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি কর্পোরেশনের মহাকাশযান ব্যবস্থাপনার উপপ্রধান ডিজাইনার লি মেং বলেন, গবেষণাদল ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যবস্থা নিয়েছে।

কমপ্লেক্সের ওজন বেশি হলে, সংযুক্ত হওয়ার সময় বেশি শক্তির সৃষ্টি হয়। প্রথমত, গবেষণাদল সংযুক্ত অংশকে কিছু পরিবর্তন করেছে, শক্তি শোষণের জন্য কিছু যন্ত্রাংশ লাগানো হয়েছে। যা একটি বিষয়। অন্যদিকে, আমরা বিভিন্ন সিস্টেমের মিলনস্থল এবং ডকিং পরিমাপ সেন্সর লাগিয়েছি, যা পরস্পরের ব্যাক-আপ হতে পারে। যেমন, যদি এই সেন্সর কোনো বস্তুর কারণে ভালোভাবে পর্যবেক্ষণ করতে না-পারে, তাহলে অন্যটি ব্যবহার করা যাবে।

মানববাহী মহাকাশযান এবং স্পেস স্টেশন কমপ্লেক্স স্বয়ংক্রিয়ভাবে এবং দ্রুত সংযুক্ত হওয়ার পর শেনচৌ-১৬ নভোচারীরা মহাকাশযানের ফিরতি ক্যাপসুল থেকে অরবিট মডিউলে প্রবেশ করবেন।

মঙ্গলবার বেইজিং সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে, মহাকাশে অনেকদিন অপেক্ষা করা শেনচৌ-১৫ নভোচারীরা সুষ্ঠুভাবে ‘মহাকাশের বাসার দরজা’ খুলে দূরের পৃথিবী থেকে আসা শেনচৌ-১৬ নভোচারীদের মহাকাশস্টেশনে প্রবেশে স্বাগত জানান। এরপর দুই দল নভোচারীরা একটি গ্রুপ ছবি তোলেন। তাঁরা পৃথিবীবাসীকে নিরাপত্তার সুখবর জানিয়েছেন।

 

পরবর্তীতে নভোচারীগণ মহাকাশস্টেশনে কাজের শিফ্ট পরিবর্তন করবেন। এর মাঝখানে ৬জন চীনা নভোচারী যৌথভাবে মহাকাশ স্টেশনে ৫ দিন থাকবেন। তাঁরা একসঙ্গে কাজ করবেন, জীবনযাপন করবেন এবং তাঁরা যৌথভাবে বিভিন্ন নির্ধারিত কর্তব্য সম্পন্ন করবেন।