কফিহাউসের আড্ডা: আওয়ামী লীগের প্রতিনিধিদলের চীন সফর প্রসঙ্গ
2023-05-31 19:11:31

২২ মে থেকে বাংলাদেশের আওয়ামী লীগের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর শুরু করে। পাশাপাশি, গত ২৬ মে রাতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েই তুং ঢাকায় পৌঁছান দু’দিনের সফরে। ২৭ মে চীন-বাংলাদেশ ১২তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়ে উঠছে। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জনাব কাজী নাবিল আহমেদ। তিনি আওয়ামী লীগের রাজনীতিবিদ এবং সংসদ সদস্য। সঙ্গে সঙ্গে তিনি জেমকন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি। তার সাথে এবারের চীন সফর এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করব। চলুন, কথা বলি জনাব কাজী নাবিল আহমেদের সঙ্গে।