বাংলাদেশি কিশোরি আলিফা চীনের চিঠির জবাব দিলেন প্রেসিডেন্ট সি চিনপিং
2023-05-31 17:36:32

মে ৩১, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশের মেয়ে আলিফা চীনের লেখা চিঠির উত্তর পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং।  বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই চিঠির উত্তর পড়ে শোনান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এসময় চীন ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক এই সম্পর্ক বলেও উল্লেখ করা হয়।

 

২৯ মে। আলিফা চীনের জন্য একটি বিশেষ দিন। কারণ প্রেসিডেন্ট সি চিনপিংকে দেয়া আলিফা চীনের চিঠির উত্তর পড়ে শোনানো হয় সেদিন। 

 

চিঠির জবাবে বলা হয়, মেয়েটির নাম চীন রাখার মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশ চীনের ভালো বন্ধু ভালো প্রতিবেশি। এতে চীন ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক এই সম্পর্ক বলেও উল্লেখ করা হয়।

 

‘তুমি চীন বাংলাদেশের বন্ধুত্বের দূত হতে চাও, তোমার চীনা মায়ের মতো ডাক্তার হতে চাও। এসব জানতে পেরে খুশি হলাম। আমি আশা রাখি, ভালো পড়াশোনা করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তোমাকে চীনে স্বাগতম।’

 

শত ব্যস্ততা সত্ত্বেও প্রেসিডেন্ট সি চিনপিং আলিফা চীনের চিঠির উত্তর দিয়েছেন উল্লেখ করে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইতোং বলেন, এ থেকে বোঝা যায় প্রেসিডেন্ট সি বাংলাদেশ ও চীনকে অনেক  গুরুত্ব দেন।

 

এসময় তিনি আরো বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ও সমাজের নানা বিষয়ে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। আমরা এজন্য আনন্দিত। চীন ও বাংলাদেশের মধ্যে প্রবল সহযোগিতা ও পরিপূরকতা রয়েছে। চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। দু’দেশের তরুণ প্রজন্ম আরো নিবিড়ভাবে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান, শিক্ষা গ্রহণ ও পরস্পরের কাছ থেকে জ্ঞানার্জন করবে এবং দু’দেশের উন্নয়নের জন্য নিজের প্রতিভা ও শক্তি ব্যবহার করে অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

 

২০১০ সালে চীনা গণমুক্তিফৌজের ‘পিস আর্ক’ নামে একটি অত্যাধুনিক ভাসমান মেডিকেল জাহাজে চীনা চিকিৎসকদের হাতে জন্ম হয় আলিফা চীনের। শারীরিক নানা জটিলতায় ভোগা নেভি হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী জান্নাতুল ফেরদৌসের সফল সিজারিয়ান অপারেশনের পর জন্ম হয় এই শিশুটির।

 

১৩ বছর বয়সী আলিফা চীন বর্তমানে চট্টগ্রামের বিএএফ শাহিন কলেজে, ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। ভালো পড়াশোনা করে চিকিৎসক হতে চায় মেয়েটি এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় তার। ২০২০ সাল থেকে চীন দূতাবাসের তত্ত্বাবধানে আলিফা চীনের পড়াশোনায় চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি –সিসিসিসি সহযোগিতা করে আসছে। 

 

ঐশী/সাজিদ/আনন্দি

তথ্য ও ছবি:  সিএমজি বাংলা