চীনা সংস্কৃতি অঙ্গে ধারণ
2023-05-30 09:37:43

শুধুমাত্র পিওনি ফুল চীনের জাতীয় সৌন্দর্য তুলে ধরে,

প্রস্ফুটিত ফুল দেশবাসীর মন জয় করেছে।

এই কবিতাটি পিওনি ফুল নিয়ে বিশেষভাবে রচিত হয়েছে। একে চীনে ‘সব ফুলের রাজা’ও বলা হয়। এপ্রিল মাস পিওনি ফোটার সময়। এই ফুল দেখতে নিশ্চয় চীনের লুও ইয়াং শহরে যেতে হয়।

প্রতি বছর লুও ইয়াং শহরে ‘পিওনি ফুল সাংস্কৃতিক উত্সব’ আয়োজন করা হয়। এ বিষয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর মধ্যে ‘হান ফু’ সংস্কৃতি উত্সব সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মানুষকে আকৃষ্ট করে। লুও ইয়াং শহরের লুও ই প্রাচীন নগর একটি দর্শনীয় স্থান, আর তা চীনে সবচেয়ে জনপ্রিয় হান ফু অভিজ্ঞতা উপহার দেয়।

এপ্রিল মাসে আপনি যদি এখানে আসেন, তাহলে দেখতে পাবেন প্রাচীনকালের সংরক্ষিত স্থাপনার মাঝে ছেলেমেয়েরা চীনের ঐতিহ্যবাহী পোশাক হান ফু পরে পিওনি ফুল উপভোগ করছেন, যেন মুহূর্তের মধ্যে হাজার বছর আগে ফিরে গেছে সবাই।