‘একজন’
2023-05-30 13:57:42


বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চিয়া আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং চিয়া আর, ১৯৯৪ সালের ২৮ মার্চ চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন পুরুষ কণ্ঠশিল্পী, তিনি একইসঙ্গে একজন উপস্থাপক ও ভিডিও পরিচালকও বটে।

 

২০১৯ সালের ২৫ অক্টোবর ওয়াং চিয়া আর-এর প্রথম অ্যালবাম ‘MIRRORS’ প্রকাশিত হয়। ২০২২ সালের ২৪ অগাস্ট ওয়াং চিয়া আর আনুষ্ঠানিকভাবে সংগীতব্যান্ড KINJAZ-তে যোগ দেন। সে বছরের ৯ সেপ্টেম্বর তাঁর অ্যালবাম ‘ম্যাজিক ম্যান’ প্রকাশিত হয়। ২০২৩ সালের জানুয়ারি মাসে ওয়াং চিয়া আর-এর বিশ্বজুড়ে কনসার্ট শুরু হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চিয়া আর-এর গান ‘একজন’। গানের কথাগুলো এমন: অনেকবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও, এখন আমি একাই হাঁটছি। অনেকবার যে কথা শুনেছি, তা কি বাস্তবায়িত হবে? ইতোমধ্যে জানতে পেরেছি, সময় খুব দ্রুত চলে যায়। তুমি ভাবছো, আমি জানি না। ক্ষতি মেনে নিতে পারি, ব্যর্থতাও মানতে পারি। একাই হাঁটছি, শত্রুকে উপেক্ষা করে। এই পথে আমি শুধু একাই। যদিও মনে কিছু ব্যথা, তবে অভ্যস্ত হয়েছি।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং চিয়া আর-এর গান ‘শান্ত’। গানের কথাগুলো এমন: আমার সঙ্গে শুধু পিয়ানো এক দিন কাটিয়েছে। ঘুমিয়ে শান্ত ও পুরানো। আমি জানি, তুমি খুব স্পষ্টভাবে বলেছো। আমি বুঝেছি, আমি স্পষ্টভাবে জানি, তুমি চলে যেতে চাও। তোমার হাত ধরি, যে পথে হেঁটেছি। চোখ বন্ধ করে, তোমার গন্ধ পাই।  তবে আমি জানি, আর তোমার হাসি দেখতে পারি না। আমি আসলে তোমার কাছ থেকে চলে যেতে চাই না। তবে কিভাবে তোমাকে, তাকে সহ্য করি। চিন্তা করো না, আমি ভালো থাকবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং চিয়া আর-এর গান ‘ওয়াং চিয়া আর’। এই গান ঠিক তাঁর নিজের নামেই নামকরণ হয়েছে। গানের কথাগুলো এমন: এই পথে হাঁটতে হাঁটতে আসলে এত দুঃখ লাগে না। অভ্যস্ত হয়েছি, আসলে এত দুঃখ লাগে না। ১৭ বছর বয়সের জ্যাকসন, ২০১১-এর কথা মনে আছে। বেশি চিন্তা করি না, আমি সব ছেড়ে বাসা থেকে বের হই। ৩ জুলাই, ওয়ান-ওয়ে টিকিট নিয়ে তিনটি লাগেজ সঙ্গে করে চলে গেছি। পকেটে কিছুই নেই, শুধু আমার সংগীতের আদর্শ।

আচ্ছা, শুনুন এই গান।

 

বন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় দেওয়ার আগে আপনাদের শোনাবো ওয়াং চিয়া আর-এর আরেকটি গান, গানের নাম ‘এই স্নেহশীল’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং চিয়া আর-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)