২০৩০ সালের মধ্যেই চাঁদে মানুষ পাঠাবে চীন
2023-05-29 16:26:44

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীন ২০৩০ সালের আগেই চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। সোমবার চায়না ম্যানড স্পেস এজেন্সি বা মানব মহাকাশ সংস্থার ডেপুটি ডিরেক্টর লিন সিছিয়াং এ কথা ঘোষণা করেছেন।

লিন একটি সম্মেলনে বরেছেন যে, চীন সম্প্রতি তার মানব-চান্দ্র অনুসন্ধান কর্মসূচির আওতায় চাঁদে অবতরণ পর্ব নিয়ে কাজ শুরু করেছে।

এর সামগ্রিক লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে চাঁদে চীনের প্রথম মনুষ্যবাহী যান অবতরণ এবং চাঁদে বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা করা।

লিনের মতে, লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মূল প্রযুক্তি যেমন পৃথিবী-চাঁদে মানব চালিত রাউন্ড-ট্রিপ, চন্দ্র পৃষ্ঠে স্বল্পমেয়াদী অবস্থান, মানব-রোবট যৌথ অনুসন্ধান, অবতরণ, ঘোরাঘুরি, নমুনা নেওয়া, গবেষণা এবং ফিরে আসার একাধিক কাজ সম্পন্ন করা, এবং মানব চান্দ্র অন্বেষণের একটি স্বাধীন ক্ষমতা অর্জন।

শান্তা/রহমান

তথ্য: সিজিটিএন