“এক অঞ্চল এক পথে” অঙ্কুরিত হয় সোনালী বীজ
2023-05-29 10:54:00

গ্রীষ্মকালের শুরুর দিকে কুয়ানচৌং সমতলভূমির গম গ্রাউটিং সময়কালে প্রবেশ করছে। সূর্যালোক, জল ও সার পেয়ে গমের দানা পূর্ণ ও শক্ত হয়ে উঠছে।

 

গত ১৪ মে বিকেলে ইয়াংলিং দৃষ্টান্তমূলক অঞ্চলে অবস্থিত একটি প্রজনন ঘাঁটিতে গম প্রজনন বিশেষজ্ঞ জাং জেংমাও ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষামূলক ভূমিতে পরিশ্রম করছেন।

 

তিনি ব্যাখ্যা করেন, প্রজনন উপাদান বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে সার্বিকভাবে রেকর্ড করতে হয়। তথ্যপূর্ণ পরিসংখ্যান উপাদান বাছাই ও পরিকল্পনা সমন্বয় করার জন্য ভিত্তি স্থাপন করতে পারে। অক্ষাংশ বাড়ানোর সঙ্গে সঙ্গে গমের উচ্চতা যথাক্রমে কম হয়। কাজাখস্তানের অক্ষাংশ উঁচু, সুতরাং উঁচু প্রজনন উপাদান বাছাই করে প্রজনন করতে হয়।

 

এপ্রিল মাসের প্রথম দিকে জাং জেংমাও একটি দল নিয়ে কাজাখস্তানে গিয়ে সম্প্রতি কর্তব্য বন্দোবস্ত করার সঙ্গে সঙ্গে “এক অঞ্চল এক পথ” মাস্টার্স ডিগ্রিধারীদের শিক্ষানবিশ ব্যবস্থাপনা কার্যকর করেন। স্বদেশে ফিরে আসার এক মাসের মধ্যে তিনি এবং তাঁর সহকর্মী খুবই ব্যস্ত ছিলেন। বেশ কয়েকটি পরীক্ষামূলক স্টেশনে প্রজনন উপাদান বড় হওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি পার্ক অঞ্চল প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন এবং কাজাখস্তানের খাদ্য গবেষক ও পণ্ডিতদের জন্য বিষয় ঠিক করেন।

 

২০১৭ সালের মে মাসে জাং জেংমাও’র দল এবং কাজাখস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা করে। তারা স্থানীয় চীন-কাজাখ বৈজ্ঞানিক দৃষ্টান্তমূলক পার্ক নির্মাণ শুরু করে প্রজনন পরীক্ষা চালায়। জাং জেংমাও’র দল দেশটিতে চীনা উন্নত গমের বীজ আমদানি করার পাশাপাশি স্থানীয় গম সম্পদ চীনা উন্নত গমের সঙ্গে সঙ্কর করে স্থানীয় চাষের জন্য যুক্তিযুক্ত উচ্চ ফলন ও উচ্চমানের নতুন গমের জাত লালন-পালন করে।

 

কিন্তু দেশটিতে দলটির প্রথম পরীক্ষা ব্যর্থ ছিল। জাং জেংমাও’র স্মৃতিতে প্রথম পরীক্ষাকালে দলটি কাজাখস্তানে শীতকালীন গম বীজ চাষ করেছে। কিন্তু দেশটিতে শীতকালীন গম ভার্নালাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। স্বদেশে ফিরে আসার পর জাং জেংমাও ও তাঁর সহকর্মী ছিংহাই ও সিনচিয়াংসহ বিভিন্ন জায়গায় গিয়ে বসন্তকালীন গমের প্রজনন ও চাষ প্রযুক্তি পরিদর্শন করেন।

 

২০১৭ সালের জুলাই মাসে জাং জেংমাও’র দল কাজাখস্তানের প্রাকৃতিক শর্তের মতো ছিংহাই একাডেমি অব এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি সায়েন্সেস এবং সিনচিয়াং একাডেমি অব এগ্রিকালচারাল সায়েন্সেসে বসন্তকালীন গম উৎপাদনের পরিস্থিতি, গমের পুরো বৃদ্ধি চক্র এবং চাষ প্রযুক্তির প্রথম উপলব্ধি পায়। এছাড়া কিছু সংখ্যক কাজাখস্তানে চাষ করতে উপযুক্ত বসন্তকালীন গমের বীজ সংগ্রহ করেছে।

 

২০১৮ সালে কাজাখস্তানে জাং জেংমাও দলের গম প্রজনন পরীক্ষা সুষ্ঠুভাবে চলেছে। সাম্প্রতিক বছরগুলোতে তাঁর দল দেশটিতে ১৩টি বড় রকমের ১১৫টি উন্নত ফসলের প্রজাতির বিভিন্ন তুলনামূলক পরীক্ষা এবং উচ্চ কার্যকর চাষ প্রযুক্তি একীকরণ ও প্রদর্শন সম্পন্ন করেছে। স্থানীয় প্রধান চাষের প্রজাতির তুলনায় পরীক্ষামূলক উন্নত প্রজাতি গমের প্রত্যেক মু-তে উত্পাদন পরিমাণের বৃদ্ধি হার সর্বোচ্চ ৬০ শতাংশে পৌঁছে।

 

প্রজনন পরীক্ষা চীন ও কাজাখস্তানে সঙ্গে সঙ্গে চলে। দল প্রাথমিক প্রজনন উপাদান বাছাই করার পর সিনচিয়াং ও কানসু প্রদেশে কাজাখস্তানের প্রাকৃতিক শর্তের মতো জায়গায় পরীক্ষামূলকভাবে চাষ করে অধিকতরভাবে প্রজনন উপাদানের চাপ সহ্য করার ক্ষমতা পরিদর্শন করে। তাঁর দল সমৃদ্ধ উত্পাদন এবং উন্নত বৈশিষ্ট্য নতুন প্রজাতিতে মিলিত করে অধিকতরভাবে কাজাখস্তানি গমের উত্পাদন সুপ্তশক্তি বাড়াবে।

 

কৃষি বৈজ্ঞানিক দৃষ্টান্তমূলক পার্কের সুপারিশে কাজাখস্তানের বেশ কিছু যুব কৃষি বৈজ্ঞানিক কর্মী নর্থওয়েস্ট এএন্ডএফ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে আসেন। মারাঠি বিশ্ববিদ্যালয়ে পিএইচ.ডি. অর্জন করার পর কেএটিইউ’র শস্যের গুণগত মানের ভৌত ও রাসায়নিক পরীক্ষাগারে যোগ দেন। তিনি জাং জেংমাও’র নির্দেশনা এবং নর্থওয়েস্ট এএন্ডএফ বিশ্ববিদ্যালয়ের সমর্থনকে ধন্যবাদ জানান। চীন তাঁর অন্য রকম জীবন চালু করেছে।

(প্রেমা/এনাম)