সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
(গান ১)
শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছিলেন কন্ঠশিল্পী পাই ইউ’র কন্ঠে ‘ছিংহাই হ্রদ’ শীর্ষক গান। কোনো একদিন হঠাত এক সুযোগে আমি তার একটি গান শুনি এবং তার কণ্ঠ আমার খুব ভালো লেগেছে। ইন্টারনেটে তার সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। কিন্তু তেমন কিছুই পাইনি। চলুন, এখন আমরা একসাথে শুনবো তাঁর কন্ঠে আরেকটি গান। গানের নাম 'দ্রুতগামী সময়'। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'দ্রুতগামী সময়' শীর্ষক গান। তিনি ছিলেন একটি ব্যান্ডের প্রধান কন্ঠশিল্পী। ব্যান্ডের নাম খুব মজার-'সিয়াওমিন একজন রোবট'। পাই ইউ গান করার পাশাপাশি একজন শ্রেষ্ঠ গিটারবাদকও বটে। একটু লক্ষ্য করলেই তার সব গানে আপনারা গিটারের শব্দ শুনতে পাবেন। ২০০৬ সালে তিনি 'সিয়াওমিন একজন রোবট' নামের একটি অ্যালবাম প্রকাশ করেন এবং চীনের কয়েকটি শহরে সংগীতানুষ্ঠান আয়োজন করেন। এখন পর্যন্ত তিনি তিনটি অ্যালবাম প্রকাশ করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমার জগত’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'আমার জগত' শীর্ষক গান। 'সিয়াওমিন একজন রোবট' ছাড়া তার অন্য দুটি অ্যালবামের নাম হলো 'আমার পৃথিবী' এবং 'আমি চলছি আশাভরা পথে'। বিশেষ করে তার দ্বিতীয় অ্যালবাম 'আমার পৃথিবী' আমার খুবই প্রিয়। আজকের অনুষ্ঠানে আমরা মূলত এ অ্যালবামের গানগুলোই শুনবো। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আমার আশার পথে’ শীর্ষক গান শোনাবো। চলুন, আমরা গানটি শুনবো।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'আমার আশার পথে' শীর্ষক গান। এখন শুনুন 'ছোট সাদা নৌকা' শীর্ষক গান। এ গানে বলা হয়েছে: 'নীল কাশগঙ্গায় রয়েছে ছোট একটি সাদা নৌকা। নৌকায় একটি অস্মান্তুস গাছ রয়েছে। গাছটিতে একটি খরগোশ খেলা করছে।'
প্রিয় শ্রোতা, আপনারা হয়ত গানের কথাগুলো শুনে বুঝতে পারছেন, আসলে ছোট সাদা নৌকা ডাকা হয়েছে চাঁদকে। শুনুন তাহলে গানটি।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন পাই ইউ’র কন্ঠে 'ছোট সাদা নৌকা ' শীর্ষক গান। এখন শুনবেন ‘সনেট’ নামের একটি গান। সনেট হলো ইউরোপের এক ধরনের কবিতার ফর্ম। সাধারণত সনেট-এ ১৪টি বাক্য থাকে। পাই ইয়ু'র এই গানের কথা ১৪টি লাইনে শেষ হয়েছে। হয়তো এ কারণে তিনি এ গানের নাম ‘সনেট’ দিয়েছেন। শুনুন তাহলে গানটি।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)