তিব্বতে গুজ রাজত্বের ধ্বংসাবশেষ
2023-05-29 16:22:52

 


মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ পশ্চিম চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রাচীন গুজ কিংডম বা রাজত্বের নিদর্শন পর্যটকদের আকর্ষণ করছে। নাগরি প্রিফেকচারে চানডা কাউন্টিতে ১ লাখ ৮০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে মূল দুর্গ প্রাসাদের ধ্বংসাবশেষ অবস্থিত। তিব্বতি ভাষায় এই রাজত্বকে গুজ এবং চীনাভাষায় গুশে বলা হয়।

দশম শতাব্দির প্রাচীন গুজ রাজত্ব ১৭শ শতক পর্যন্ত স্থায়ী হয়। মাটি ও পাথরের তৈরি দুর্গ প্রাসাদ এবং দেয়ালচিত্র এখনও রয়ে গেছে। প্রধান দুর্গ প্রাসাদ নদী তীরবর্তি পাহাড়ের উপর অবস্থিত। এই প্রাচীন নিদর্শন চীনে রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে।

পর্যটকরা এই সভ্যতার নিদর্শন দেখতে এই এলাকা সফর করেন।

শান্তা/রহমান