চীনা আধুনিকায়ন ব্যাখ্যায় সাহায্য করছে বিজ্ঞান-প্রযুক্তি
2023-05-29 16:24:14

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির অনুশীলন ও প্রয়োগের মাধ্যমে চীন আন্তর্জাতিক যোগাযোগ উন্নত করেছে, যার ফলে বিশ্বব্যাপী আধুনিকায়নের চীনা ধারণাকে ছড়িয়ে দেওয়া সহজ হয়েছে।

শনিবার বেইজিংয়ে আয়োজিত সাই-টেক কমিউনিকেশন বিষয়ক এক আলোচনায় একথা বলেন বিশেষজ্ঞরা।

চীনের বিজ্ঞান-প্রযুক্তি সমিতি এবং ইংরেজি সংবাদপত্র চায়না ডেইলির উদ্যোগে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি যোগাযোগ গবেষণা ইনস্টিটিউট একটি ধারাবাহিত আলোচনার অংশ হিসাবে শনিবারের আলোচনা আয়োজন করে। দেশি-বিদেশি যোগাযোগ বিশেষজ্ঞরা এতে অংশ দেন।

আন্তর্জাতিক বিজ্ঞান পরিষদের চীনা কমিটির চেয়ারম্যান এবং চীনের বিজ্ঞান একাডেমির শিক্ষাবিদ কুও হুয়াতুং বলেন, বিশ্ব জোরালোভাবে উন্মুক্ত বিজ্ঞানের চর্চা বাড়াচ্ছে এবং বিজ্ঞান-প্রযুক্তি যোগাযোগ ক্রমে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেকারণে প্রত্যেক বিজ্ঞান-প্রযুক্তি অনুশীলনকারীর বিজ্ঞান-প্রযুক্তি যোগাযোগকারী হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

 রহমান/শান্তা