বিরল সাদা পান্ডার দেখা মিললো চীনে!
2023-05-29 16:18:17

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: সম্প্রতি দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ানে দেখা মিলেছে পুরোপুরি সাদা পান্ডার। ধারণা করা হচ্ছে এটি বিশ্বের একমাত্র পান্ডা যার শরীরে সাদা বাদে অন্য কোনো রঙ নেই, চোখগুলো দেখতে লাল লাল।

উলং ন্যাশনাল নেচার রিজার্ভে ইনফ্রারেড নজরদারি ক্যামেরায় ফুটেজে দেখতে পাওয়া যায় পুরোপুরি সাদা পান্ডাটিকে, জানিয়েছে নেচার রিজার্ভ কর্তৃপক্ষ।  

কর্তৃপক্ষ আরো জানায়, ফেব্রুয়ারি মাসের শেষদিকে সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৩০০ মিটার ওপরে পুরোপুরি সাদা পান্ডাকে  একটি সাদা-কালো মা পান্ডা ও বাচ্চা পান্ডার সাথে দেখা গেছে।

অন্যান্য পান্ডার সাথে পুরোপুরি সাদা পান্ডার খেলার দৃশ্যও ধারণ করেছে কর্তৃপক্ষ।

পিকিং বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক লি শেং বলেন প্রাকৃতিক পরিবেশে জায়ান্ট সাদা পান্ডাটি ভালোই আছে।  গবেষকরা এটিকে জায়ান্ট পান্ডার ‘অ্যালবিনো’ বা সাদা রঙের বলে ধারণা করছেন। 

মামুন/শান্তা

তথ্য ও ছবি: সিসিটিভি প্লাস