চীনে আয়োজিত ডেটা এক্সপোতে এসে মুগ্ধ বিদেশীরা
2023-05-29 16:21:14

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক:  চীনে আয়োজিত আন্তর্জাতিক বিগ ডেটা শিল্প প্রদর্শনী আকৃষ্ট করেছে দেশ-বিদেশের প্রযুক্তি প্রেমীদের।

গেল ২৬ মে দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে প্রযুক্তি খাতের নানা বিষয় নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়।

বিশ্বের ডিজিটাল অর্থনীতির প্রসারে বিগ ডেটা ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করছে এবং এর সফলতার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এখানে। 

এ প্রযুক্তি মেলায় জার্মানি থেকে আসেন রবার্ট অ্যাডলফ, যিনি পেশায় একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। তিনি বলেন, প্রথমবারের মতো এ মেলায় এসে বেশ ভালো লেগেছে তার। আধুনিক প্রযুক্তি সম্পর্কে অজানা অনেক তথ্য জেনেছেন তিনি।

অন্য দেশ থেকে আসা অতিথিরা বলেন,  নতুন বিষয়ের পাশাপাশি এক্সআর প্রযুক্তি সম্পর্কে বেশ ভালো ধারণা হয়েছে তাদের। এছাড়া চালকবিহীন গাড়ি চালিয়ে এক ভিন্নরকম অভিজ্ঞতা পেয়েছেন দর্শকরা সব মিলিয়ে তারা বুঝতে পেরেছেন, প্রযুক্তি মানুষের জীবনকে কতটা সহজ করে তুলেছে।

চীনের প্রযুক্তিখাত যে কতটা সমৃদ্ধ সে সম্পর্কেও উচ্চ ধারণা তৈরী হয়েছে এক্সপোতে আসা মানুষদের।

এইচআরএস/শান্তা

তথ্য: সিজিটিএন