চীনের ৩ শহর বৈশ্বিক ইনকিউবেশন সূচকে শীর্ষ দশে
2023-05-29 17:16:55

মে ২৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ৩টি শহর - বেইজিং, শেনজেন ও সাংহাই - গ্লোবাল সিটি এন্টারপ্রেনারশিপ ইনকিউবেশন র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে প্রবেশ করেছে, চায়না নিউজ সার্ভিস এ তথ্য জানিয়েছে।

জি-টোয়েন্টি অর্থনীতি সম্পর্কিত উদ্যোক্তা গবেষণা কেন্দ্র এবং বেইজিং নরমাল ইউনিভার্সিটির স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এই সূচক প্রকাশ করেছে।

ইনকিউবেশন হলো ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তার মাধ্যমে নতুন ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়া।

ইনকিউবেশন সম্ভাবনা, কর্মক্ষমতা ও ইকোসিস্টেমের ভিত্তিতে প্রধান শহরগুলোকে মূল্যায়ন করে এই সূচক তৈরি করা হয়। সূচকের লক্ষ্য শহরগুলোর একটি পদ্ধতিগত, উদ্দেশ্যমূলক, প্রামাণিক ও দূরদর্শী মূল্যায়ন করা।

সূচকে দেখা যায়, চীনের ৩টি শহর ছাড়া শীর্ষ দশে রয়েছে নিউইয়র্ক, লন্ডন, সান ফ্রান্সিসকো, বোস্টন, টোকিও, লস অ্যাঞ্জেলেস ও শিকাগো।

বেইজিং, ইয়াংজি নদী অববাহিকা এবং কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়া হলো ব্যবসায়িক ইনকিউবেশনে চীনের মূল এলাকা।

সরকারি উপাত্তে দেখা যায়, গত বছর বেইজিংয়ে ৫০০ টিরও বেশি ইনকিউবেটর ছিল যদিও ১৯৯৯ সালে ছিল মাত্র ১২টি। শহরের ২৮ হাজার ইনকিউবেশন প্রতিষ্ঠানের আয় ২০২২ সালে ১৪ হাজার কোটি ইউয়ান ছাড়িয়ে যায়।

 রহমান/শান্তা