রোববারের আলাপন-২০২৩ সালে গণশরীরচর্চা অনলাইন গেমস আয়োজিত
2023-05-28 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আকাশ ও..।


আকাশ: তৌহিদ ভাই, আপনি সম্প্রতি কোথায় কোথায় গিয়েছেন? সে সম্পর্কে আমাদের কিছু বলুন।

তৌহিদ:...

আকাশ: এ সুন্দর মৌসুমে বেইজিংয়ে ঘুরে বেড়ানো একটি অনেক আনন্দময় ব্যাপার। তাইনা? ভাই, আমরা আগে বলেছিলাম, যদি আমাদের বাংলাদেশি ভাইবোনরা বেইজিংয়ে আসেন, কোথায় কোথায় যেতে পারবেন। আমরা চীনের অন্যান্য অঞ্চল সম্পর্কিত কিছু তথ্য তাদের জানাবো, কেমন?

তৌহিদ:..

আকাশ: আসলে চীনে মোট তিনটি অঞ্চলে সবচেয়ে বেশি বাংলাদেশি বন্ধু বসবাস করেন। তা হলো বেইজিং, কুয়াংচৌ ও খুন মিং। আমাদের বাংলাদেশি ভাইবোনেরা সেখানে লেখাপড়া করছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন বা ভ্রমণ করছেন। আমরা আজ প্রথম কুয়াং চৌ নিয়ে কিছু কথা বলব, কেমন?


ভাই, কুয়াং চৌর আবহাওয়া, খাবার সম্পর্কে আপনি কি কিছু জানেন? আপনার নিজের কিছু অভিজ্ঞতা আমাদের বলতে পারবেন কি?

তৌহিদ:...


সংগীত


সম্প্রতি রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনসহ একাধিক সরকারি বিভাগ ও খেলাধুলা সংস্থার উদ্যোগে ‘২০২৩ সাল গণশরীরচর্চা অনলাইন গেমস’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে।

ভিডিওর মাধ্যমে একাধিক চীনা অলিম্পিক চ্যাম্পিয়ন দেশের ব্যাপক খেলাধুলাপ্রেমীদের এবারের অনলাইন গেমসে অংশগ্রহণ করার আহ্বান জানান।

গত অনলাইন গেমসে অনেক সফল হয়েছে। ১৫০ দিনে ১৫০টি প্রতিযোগিতা কার্যক্রম আয়োজন করা হয়। এতে মোট ১.৪ কোটি মানুষ অংশগ্রহণ করেছেন।


এ বছরের অনলাইন গেমসে মোট ৬০টিরও বেশি ইভেন্ট রয়েছে। রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের জনৈক কর্মকর্তা জানান, এবারের অনলাইন গেমসে অংশগ্রহণ করা আরো সুবিধাজনক। রাষ্ট্রীয় খেলাধুলা সাধারণ প্রশাসনের ওয়েবসাইটের পাশাপাশি উইচ্যাট অ্যাপের মাধ্যমেও ব্যক্তিরা গেমসে অংশগ্রহণ করতে পারবেন।

তিনি জানান, এবারের গেমসের অনলাইন ও অফলাইন- দুই পদ্ধতিই রয়েছে। তিনি বলেন, ‘যেভাবেই হোক না কেন, আমরা গণ-শরীরচর্চার ধারণা প্রমোট করতে চাই, যাতে সবাই সুস্বাস্থ্য লাভ করে ও সুন্দর জীবন উপভোগ করতে পারে’।


ভাই, আমি গতবছরে একবার একটি অনলাইন ম্যরাথনে অংশগ্রহণ করেছিলাম। যা আমি অনেক উপভোগ করেছি। এটা বেশ সুবিধাজনক। নিজের একটি সুবিধাজনক সময় ও স্থান বাছাই করা যায়, মোবাইল অ্যাপের মাধ্যমে ম্যরাথনে অংশগ্রহণ করা যায় এবং সব দৌড় প্রতিযোগীর সঙ্গে দৌড়ানোর আনন্দ ভাগাভাগি করা যায়। এ ধরণের অনলাইন গেমস আপনি অংশগ্রহণ করতে চান?

তৌহিদ:...


আকাশ: চীনা গণ-শরীরচর্চা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কি?

তৌহিদ:.... 


 (আকাশ/তৌহিদ)