ছিনলিং পর্বতের ক্রেস্টেড আইবিস পাখি
2023-05-26 17:21:23

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক: একসময় মনে করা হয়েছিল চীনের ক্রেস্টেড আইবিস পাখি বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ১৯৮১ সালে শাআনসি প্রদেশের ইয়াংসিয়ান কাউন্টিতে বন্য অবস্থায় সাতটি ক্রেস্টেড আইবিস পাখি চোখে পড়ে। বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টা চলে এই সাতটি পাখি থেকেই আবার প্রজনন বৃদ্ধির মাধ্যমে এই পাখিকে ফিরিয়ে আনার। বর্তমানে এই পাখির সংখ্যা দশ হাজারের উপরে। বিপন্ন প্রজাতির এই পাখি চীনে রাষ্ট্রীয় সুরক্ষা পায়।

শাআনসি প্রদেশের ছিনলিং পর্বতমালায় অবস্থিত ‘শাআনসি হানচোং ক্রেস্টেড আইবিস ন্যাশনাল নেচার রিজার্ভ ’ এখন এই পাখির বিচরণ ক্ষেত্র। এই প্রাকৃতিক বনাঞ্চলে কাজ করছে শাআনসি  হানচোং ক্রেস্টেড আইবিস ন্যাশনাল নেচার রিজার্ভ প্রতিষ্ঠান। এখানকার গবেষক, বিজ্ঞানী, কর্মীদের নিরলস প্রচেষ্টায় ক্রেস্টেড আইবিসের সংখ্যা বাড়ছে। এই প্রতিষ্ঠানের একজন প্রকৌশলী কাও চিয়ে। তিনি পাখিদের সুরক্ষায় কাজ করছেন। অবসর সময়টায় তিনি বিভিন্ন স্কুলে শিশুদের কাছে এই পাখির পরিচয় তুলে ধরেন। এরফলে ভবিষ্যত প্রজন্মের মধ্যে সৃষ্টি হচ্ছে সচেতনতা।

এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান নিয়ু খশং। তিনি মনে করেন জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যত প্রজন্মকে সচেতন করতে হবে।

এই প্রতিষ্ঠানটিকে বলা হয় বন্যপ্রাণী রক্ষায় চীনের জিন-ব্যাংক।

জীববৈচিত্র্য রক্ষায় চীনের সাফল্যের একটি উদাহরণ হলো শাআনসি হানচোং ক্রেস্টেড আইবিস ন্যাশনাল নেচার রিজার্ভ।

শান্তা/রহমান