মানসিক চাপ কমাতে স্কুলের আয়োজন
2023-05-26 17:20:10

মে ২৬, সিএমজি বাংলা ডেস্ক:  চীনের হাইস্কুল শিক্ষার্থীরা এখন আছে ভীষণ মানসিক চাপের মধ্যে। কারণ সামনেই রয়েছে কাওখাও। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নাম হচ্ছে কাওখাও। হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক স্তর বা দ্বাদশ শ্রেণি পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে  ভর্তির জন্য তৈরি হয় চীনের শিক্ষার্থীরা। কলেজ এন্ট্রান্স পরীক্ষার নামই কাওখাও। জুন মাসে এটি অনুষ্ঠিত হবে।

কাওখাও পরীক্ষায় ভালো ফলাফল করার উপর তাদের ভবিষ্যত জীবনের বিশাল অংশ নির্ভর করে। কে কোন বিশ্ববিদ্যালয় ও কোন বিষয়ে পড়ার সুযোগ পাবে সেটি নির্ধারিত হয় এই পরীক্ষায়। তাই এ সময় তারা ভীষণ মানসিক চাপের মধ্যে থাকে। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে তাই হাইস্কুলগুলো  নানা রকম মজার ইভেন্টের আয়োজন করে।

শানতং প্রদেশের লিন ই শহরের একটি হাইস্কুল তার শিক্ষার্থীদের জন্য পাঞ্জা প্রতিযোগিতার আয়োজন করেছে। এমনি সব মজার ইভেন্টের মাধ্যমে হাইস্কুলগুলো চেষ্টা করে তাদের শিক্ষার্থীদের কিছুটা আনন্দ দিতে।

শান্তা/রহমান