সারা বিশ্বের কোম্পানির সঙ্গে চীনা বাজার ও উন্মুক্তকরণের সুযোগ ভাগ করতে চায় চীন
2023-05-26 18:50:56

মে ২৬: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের উন্নয়ন বিশ্ব থেকে আলাদা করা যায় না, বিশ্বের উন্নয়নের জন্যও চীনকে প্রয়োজন। বিশ্বের কোম্পানিগুলোর সঙ্গে চীনা বাজার ও উন্মুক্তকরণের সুযোগ ভাগ করতে চায় চীন।

মাও নিং বলেন, "এই বছরের শুরু থেকে, চীনের অর্থনৈতিক কার্যক্রমে একটি ইতিবাচক পুনরুদ্ধার প্রবণতা দেখা গেছে এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা ব্যাপকভাবে চীনা বাজারকে গুরুত্ব দিয়েছে। ‘সুইস সেন্টার গ্রুপ’ সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, জরিপকৃত ৬২ শতাংশ চীনের সুইস কোম্পানিগুলির মুনাফা ২০২৩ সালে বাড়বে।

এতে দেখা যায়, বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা চীনের অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা নিয়ে আশাবাদী।

মাও নিং জোর দিয়ে বলেন, চীন কখনোই উন্মুক্তকরণের দরজা বন্ধ করবে না। বিশ্ব অর্থনীতির সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সবার সঙ্গে কাজ করতে আগ্রহী চীন।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)