ন্যাটো এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রবেশ করতে চাইলে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে
2023-05-26 19:14:05

মে ২৬: জাপানের প্রধানমন্ত্রী আগামী জুলাই মাসে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষসম্মেলনে অংশ নিতে চান। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (শুক্রবার) বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীন এতে নজর রাখছে। এশিয়া ও প্যাসিফিক অঞ্চল উত্তর আটলান্টিকের আওতায় পড়ে না। ন্যাটো যদি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে চায়, তাহলে নিঃসন্দেহে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হবে।

জানা গেছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জুলাই মাসে অনুষ্ঠেয় ন্যাটোর শীর্ষসম্মেলনে অংশ নেবেন। ন্যাটোর মহাসচিবের সঙ্গে টোকিওতে যোগাযোগ কার্যালয় স্থাপনের বিষয়ে তিনি আলোচনা করবেন।

 

মাও নিং বলেন, চীন সবসময় মনে করে যে, দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার অনুকূল হওয়া উচিত। তা তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় বা তৃতীয় পক্ষের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করার জন্য করা উচিত্ না।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)