বেইজিংয়ে অফিস খুলেছে বহু আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সংস্থা
2023-05-26 10:12:39

মে ২৬: গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে ২০২৩ চংকুয়ানছুন ফোরাম উদ্বোধন হয়েছে। তাতে বেইজিং আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রের ১০টি সাফল্য এবং পুনর্জন্মের মেডিসিনসহ বহু আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সংস্থার বেইজিংয়ে কার্যক্রম পরিচালনার তথ্য তুলে ধরা হয়।

 

বর্তমানে আন্তর্জাতিক হাইড্রোজেন ফুয়েল সেল পরিষদ, বিশ্ব রোবট সহযোগিতা সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিজ্ঞান-প্রযুক্তি সংস্থা বেইজিংয়ে অফিস চালু করেছে।

 

বেইজিংয়ের ছাওইয়াং এলাকায় আন্তর্জাতিক বিজ্ঞান প্রযুক্তি সংস্থার উদ্যানও রয়েছে। তা আরও বেশি আন্তর্জাতিক সংস্থাকে বেইজিংয়ে তাদের কার্যক্রম সম্প্রসারণে আকৃষ্ট করছে।

 

উল্লেখ্য, ২৫ থেকে ৩০ মে পর্যন্ত চংকুয়ানছুন ফোরাম চলাকালে তার সাইডলাইনে বহু শাখা ফোরাম, অধিবেশন, প্রদর্শনী, প্রযুক্তি ব্যবসা, বিজ্ঞান-প্রযুক্তির সাফল্যের প্রকাশনাসহ বিভিন্ন তৎপরতা অনুষ্ঠিত হবে। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)