‘আফ্রিকা দিবস’ উদযাপনের সংবর্ধনায় অংশ নিয়েছেন ছিন কাং
2023-05-26 17:33:40

মে ২৬: চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ছিন কাং গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে ‘আফ্রিকা দিবস’ উদযাপনের সংবর্ধনায় অংশ নিয়েছেন এবং ভাষণ দিয়েছেন। ইথিওপিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ডেমেকে, কঙ্গো (কিনশাসা) এর উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী লুটোন্ডুলা এবং চীনে আফ্রিকান দেশগুলোর কূটনৈতিক দূতরা অনুষ্ঠানে যোগ দেন।

ছিন কাং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আফ্রিকার প্রতি আন্তরিকতার নীতিগত ধারণা ও নির্দেশনায় দুই অঞ্চল ‘আরও ঘনিষ্ঠ চীন-আফ্রিকা অভিন্ন লক্ষ্যের কমিউনিটি’ গঠনের নতুন যুগে প্রবেশ করেছে। বর্তমানে, চীন ও আফ্রিকা একটি নতুন ঐতিহাসিক সূচনায় উঠেছে এবং নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ শুরু করেছে। চীন ও আফ্রিকাকে আগের চেয়ে আরও বেশি সংহতি ও সহযোগিতা জোরদার করতে হবে।

 

চীন-আফ্রিকা সহযোগিতা আরও গভীর করার জন্য ছিন কাং পাঁচটি পরামর্শ দেন। দৃঢ়ভাবে একে-অপরের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা এবং নিজস্ব বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিকায়নের উদ্যোগ সক্রিয়ভাবে প্রচার করা। পাশাপাশি, যৌথভাবে বিশ্বের শাসনব্যবস্থা সংস্কার করা, সাধারণ নিরাপত্তা অর্জনের জন্য চেষ্টা করা এবং সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষা আরও জোরদার করা।

 

ডেমেক ও লুটোন্ডুলা বলেন, আফ্রিকান পক্ষ দু’পক্ষের বন্ধুত্ব এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ, নিজের উন্নয়ন ও পুনরুজ্জীবনকে জোরদার করা এবং একটি আফ্রিকা-চীন অভিন্ন লক্ষ্যের কমিউনিটি ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে আগ্রহী।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)