মে ২৬: গতকাল (বৃহস্পতিবার) চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রী লিউ চিয়ান ছাও বেইজিং সফররত নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী কেন্দ্র) ভাইস প্রেসিডেন্ট ও সেদেশের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার অগ্নি প্রসাদ সাপকোটার সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দু’দেশের মধ্যে কৌশলগত আদান-প্রদান ও দেশ পরিচালনার অভিজ্ঞতা বিনিময় এবং বন্ধুত্বপূর্ণ আস্থা ও বাস্তব সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে উভয় পক্ষ। (সুবর্ণা/এনাম/শুয়ে ফেই ফেই)