লিউ সি চুন
2023-05-25 11:09:08

আজকের অনুষ্ঠানে চীনের জনপ্রিয় একজন গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম লিউ সি চুন। তিনি তার সুন্দর কণ্ঠ ও আবেগপূর্ণ গানের জন্য পরিচিত। কুয়াং তোং প্রদেশের মানুষ হিসেবে তিনিও অনেক ক্যান্টোনিজ গান গেয়েছিলেন এবং তার ক্যান্টোনিজ গান অনেক জনপ্রিয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিউ সি চুনের  একটি সুন্দর গান ‘ভালোবাসাই’।গান ১

 

লিউ সি চুন ১৯৮৮ সালে চীনের কুয়াং তোং প্রদেশের শেনচেন শহরে জন্মগ্রহণ করেন। মাধ্যমিক স্কুলের জীবনে তিনি সংগীত শিখতে শুরু করেন। ১৬ বছর বয়সে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং চ্যাম্পিয়ন হন। পরে লিউ সি চুন তার প্রথম ব্যক্তিগত গান প্রকাশ করেন। তিনি জনপ্রিয় টিভি নাটকের জন্য থিম সোং গেয়েছেন। তখন একজন শিক্ষার্থী হলেও তখন তার গান অনেক জনপ্রিয়। মাধ্যমিক স্কুল শেষ করে লিউ সি চুন চীনের বিখ্যাত সিংহাই সংগীত অ্যাকেডেমিতে ভর্তি হয়ে গান গাওয়া শিখেন। বন্ধুরা, এখন শুনুন লিউ সি চুনের একটি সুন্দর গান ‘আমাকে আর স্মরণ করার দরকার নেই’।গান ২

 

বিশ্ববিদ্যালয় জীবনে লিউ সি চুন চীনের একটি জনপ্রিয় টিভি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এতে লিউ সি চুনের চমত্কার পারফরমেন্স অনেকের মন জয় করে। ২০১০ সালে লিউ সি চুনের প্রথম অ্যালবাম ‘প্রেমের বাগান’ মুক্তি পায়।গান গাওয়ার অভিজ্ঞতা থেকে এই অ্যালবাম তৈরি করা হয়েছে। অ্যালবামের গান ‘আমি খুব খুশি’ বেশ জনপ্রিয় হয় এবং সেই বছরের ‘সেরা দশ গোল্ডেন সুর পুরস্কার’ জয় করে। বন্ধুরা, এখন লিউ সি চুনের গান ‘আমি খুব খুশি’ শুনুন।গান ৩


 ২০১১ সালে লিউ সি চুন নতুন অ্যালবাম ‘ভোর’ প্রকাশ করেন। এবার তিনি প্রথমবারের মত প্রযোজক হিসেবে এই অ্যালবামের তৈরি কাজে অংশ নেন। এই অ্যালবামের অনেক গান মুক্তির পরই দারুণ জনপ্রিয়তা পায়। এর মধ্যে অনেকগুলো গান প্রেমের গান হওয়ায় লিউ সি চুনকে ‘প্রেমের গানের রানী’ খেতাব দেওয়া হয়। এই অ্যালবামের জন্য তিনি সে বছরের সবচেয়ে জনপ্রিয় গায়িকার পুরস্কার লাভ করেন। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে লিউ সি চুনের একটি সুন্দর প্রেমের গান ‘কিভাবে প্রেমের গান গাই’।গান ৪

 

তেং লি চুন চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা। শুধু চীনেই নয় তিনি পূর্ব ও দক্ষিণ-পূর্ণ এশিয়ার অনেক দেশে বেশ জনপ্রিয়। বলা যায় তিনি চীনা সংগীত মহলে সবচেয়ে প্রভাবশালী একজন গায়িকা। তবে মাত্র ৪২ বছর বয়সে তিনি রোগাক্রান্ত হয়ে মারা যান। তার গান অনেক মানুষকে প্রভাবিত করেছে। লি সি চুন তাদের মধ্যে একজন। ২০১৩ সাল হল তেং লি চুনের ৬০তম জন্মজয়ন্তী। তাঁর স্মরণে লিউ সি চুন একটি অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে তিনি নতুন করে তেং লি চুনের পুরনো ও ক্লাসিক গানগুলো গেয়েছেন। বন্ধুরা, এখন শুনুন লিউ সি চুনের গাওয়া সুন্দর গান ‘আমি শুধু তোমাকে কেয়ার করি’।গান ৫

 

ক্যান্টোনিজ ভাষা চীনের কুয়াং সি, কুয়াং তোং প্রদেশ, হংকং, ম্যাকও ব্যাপক ব্যবহৃত হয়। সুন্দর ছন্দ ও বৈশিষ্ট্যময় গানের কথার জন্য ক্যান্টোনিজ গান একসময় বেশ জনপ্রিয় ছিল। তবে তা ম্যান্ডারিন গানের চেয়ে অনেক কঠিন। কুয়াং তোং প্রদেশের মানুষ হিসেবে লিউ সি চুন ক্যান্টোনিজ গান বেশ পছন্দ করেন এবং অনেক ক্যান্টোনিজ গান গেয়েছেন। তার চমত্কার পরিবেশনার মাধ্যমে ক্যান্টোনিজ গানের আকর্ষণ আরো বেশি মানুষ অনুভব করেছে। বন্ধুরা, এখন শুনুন লিউ সি চুন ও অন্য একজন জনপ্রিয় গায়িকা ইয়াং ছিয়ান হুয়ার সঙ্গে গাওয়া একটি সুন্দর ক্যান্টোনিজ গান ‘যখন আঙ্গুর পাকে’।গান ৬

 

বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে লিউ সি চুনের আরেকটি সুন্দর গান ‘কুয়াশায়’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।