ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে সমর্থন করে
2023-05-25 16:48:22

মে ২৫: গতকাল (বুধবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের একীকরণ প্রক্রিয়া এবং চীনের উত্থাপিত ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ সংযুক্ত করা হবে। এদিন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের উদ্যোগে দ্বিতীয় ইউরোপ ও এশিয়ার অর্থনীতি ফোরাম রাশিয়ার রাজধানী মস্কোতে উদ্বোধন করা হয়েছে। এবারের ফোরামের প্রতিপাদ্য হল ‘বহুমেরুর বিশ্বে ইউরোপ ও এশিয়ার একীকরণ’। এতে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা, জ্বালানি সহযোগিতা, ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিন ফোরামে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন পুরো ইউরোপ ও এশিয়ার অন্যান্য উদ্যোগকে সমর্থন করে এবং সংস্থাটি অব্যাহতভাবে চীনের সঙ্গে সহযোগিতা করবে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে গভীর সংস্কার ঘটছে। আরো বেশি দেশ সার্বভৌমত্ব জোরদার করার নীতি প্রয়োগ করেছে, নিজের উন্নয়ন কাঠামো এগিয়ে নিচ্ছে, আরো ন্যায়সঙ্গত নতুন ধরনের আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় সবাই। রাশিয়া আন্তরিক ও বাস্তবভিত্তিক সহযোগিতায় স্বাগত জানায়।