তথাকথিত ‘হ্যাকিং’ প্রতিবেদনের জবাব দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2023-05-25 19:17:38

মে ২৫: সম্প্রতি বেশ কয়েকটি পশ্চিমা দেশ এবং মাইক্রোসফটের বিশ্লেষণ দলগুলি অভিযোগ করেছে যে, একটি চীনা হ্যাকার গ্রুপ সম্প্রতি গুয়ামসহ যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালিয়েছে। এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, চীন দেখেছে যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার মতো সরকারি সংস্থাগুলি এবং ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের প্রাসঙ্গিক সংস্থাগুলিও এসময় একই রকম প্রতিবেদন প্রকাশ করেছে। স্পষ্টতই, এটি যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক উদ্দেশ্যে ‘ফাইভ আইস অ্যালায়েন্স’-এর দেশগুলির যৌথ বিভ্রান্তিমূলক কাজ।

মাও নিং বলেন, সবাই জানেন যে ‘ফাইভ আইস অ্যালায়েন্স’ বিশ্বের বৃহত্তম গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা বিশ্বের বৃহত্তম হ্যাকার সংস্থা।

 

তিনি আরও বলেন, গত বছরের সেপ্টেম্বর মাসে, প্রাসঙ্গিক চীনা সংস্থা চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটিতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সাইবার হামলার প্রতিবেদন প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে সাইবার হামলার দায় স্বীকার করা এবং মনোযোগ সরানোর জন্য মিথ্যা তথ্য না-ছড়ানো।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)