ম্যাকাও সায়েন্স ১ উপগ্রহ প্রকল্পে অংশগ্রহণকারী ম্যাকাও শিক্ষার্থীর জবাবি চিঠি দিয়েছেন সি চিন পিং
2023-05-24 16:36:26

মে ২৪: গতকাল (মঙ্গলবার) ‘ম্যাকাও সায়েন্স ১’ নামে উপগ্রহ গবেষণায় অংশগ্রহণকারী ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জবাবি চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

জবাবি চিঠিতে সি চিন পিং বলেন, চিঠিতে আমি অনুভব করেছি দেশের বিজ্ঞান ও প্রযুক্তিকাজ এবং মহাকাশ খাতের শক্তিশালী দেশ গঠনে আপনাদের আবেগ ও দায়িত্ববোধ। আপনাদের অংশগ্রহণে ‘ম্যাকাও সায়েন্স ১’ কৃত্রিম উপগ্রহ সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে, আমি সবাইকে অভিনন্দন জানাই।

সি চিন পিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ম্যাকাও মূল ভূভাগের সঙ্গে মহাকাশসহ বিভিন্ন খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়িয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের বিজ্ঞান খাতের শক্তিশালী দেশ গঠন, চীনের বৈশিষ্ট্যময় আধুনিকায়ন জোরদার করা, যা ম্যাকাও-এর উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি কর্মীদের জন্য আরো বড় উন্নয়নের সুযোগ সৃষ্টি করেছে। আমি আশা করি, আপনারা দেশপ্রেমী এবং ম্যাকাওপ্রেমের শ্রেষ্ঠ ঐতিহ্য ধারণ করে সক্রিয়ভাবে দেশের উন্নয়নে যোগ দেবেন, সক্রিয়ভাবে কুয়াংতুং-হংকং-ম্যাকাও বৃহত্ উপসাগর নির্মাণে অংশ নেবেন, ‘এক দেশ, দুই ব্যবস্থা’ ম্যাকাওয়ে সুষ্ঠুভাবে অনুশীলনে নতুন অবদান রাখবেন।

‘ম্যাকাও সায়েন্স ১’ উপগ্রহ হল মূল ভূভাগ এবং ম্যাকাও-এর সহযোগিতায় তৈরি প্রথম মহাকাশ বিজ্ঞান উপগ্রহ। যা প্রধানত পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের গবেষণা ও অনুসন্ধান কাজে প্রয়োগ করা হবে। গত রোববার সফলভাবে চীনের জিউছুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে তা মহাকাশে পাঠানো হয়। এ গবেষণায় অংশগ্রহণকারী ম্যাকাও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৮জন শিক্ষক ও শিক্ষার্থী সি চিন পিংকে চিঠি লিখে তাদের অনুভূতি প্রকাশ করেছেন।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)