‘পূর্ণিমা’
2023-05-24 18:12:35

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সি সি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন সি সি, ১৯৭৬ সালের ২৮ ডিসেম্বর চীনের হু নান প্রদেশের ছাং দ্য শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের বিখ্যাত নারী কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে দেশের প্রথম শ্রেণীর অভিনেত্রীও বটে।

 

ছেন সি সি ‘প্রিয় ছেলে দক্ষিণ দিকে যাচ্ছে’ গানটি গেয়ে চীনের নতুন লোকসংগীতে উচ্ছ্বাস সৃষ্টি করেছেন। তিনি সবসময় নতুন ধরনের লোকসংগীত গাওয়া এবং রচনা নিয়ে গবেষণা করেন। ছেন সি সি যথাক্রমে ‘আমার চীনা স্বপ্ন’, ‘আমার দেশ, আমার বাড়ি’ সহ দশ-বারোটি অ্যালবাম প্রকাশ করেছেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সি সি’র গান ‘পূর্ণিমা’। গানের কথাগুলো এমন: এই পৃথিবীর সবকিছু সুন্দর, তবে মানুষের ভিড়ে ভালোবাসা ছিল না। সৌভাগ্য, কিছু উষ্ণতা পাওয়া যায়। এভাবে অসীম মরুভূমির মুখোমুখি হতে সাহস পাই। এই বিশ্বের দুঃখকে, বিদায় জানাই। আমি আশা করি, আমার পর এই পৃথিবীর দেবতা, সবাইকে প্রিয় মানুষের সঙ্গে একসাথে থাকার অনুমতি দেবেন। ভালোবাসা, ঘৃণা, সব স্থির হতে পারে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ছেন সি সি’র গান ‘সুন্দর চীন দেশ’। গানের কথাগুলো এমন: জমকালো চীন দেশ, সবুজ পাহাড়, পরিচ্ছন্ন পানি, এত বড় দেশ। নীল আকাশে ফুলের মত মেঘ, প্রত্যেক ইঞ্চি জমিতে ভালোবাসা রয়েছে। সুন্দর চীন দেশ, সুন্দর চীন দেশ, সবখানে প্রাণ, সবখানে সুযোগ। সবখানে সুন্দর বসন্তের দৃশ্য। সুন্দর চীন দেশ, সুন্দর চীন দেশ, প্রকৃতিকে সম্মান করে প্রতিশ্রুতি মেনে চলে, একসাথে সুন্দর জীবন অর্জন করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাচ্ছি, এর নাম ‘সুন্দরীর গান’। গানের কথাগুলো এমন: নীল আকাশ, সাদা মেঘ, ছোট নদীর পাশে, সুন্দরী ঘোড়ায় চলে। চাঁদ গাছের ওপর ওঠে। গোলাপি সুন্দরীর মুখ, ভুরুতে লুকিয়ে আছে কিছু চিন্তা। বাতাস পরিষ্কার, নদীর পানি সবসময় বয়ে যায়, প্রিয় ছেলে, কিন্তু দূরে আছে। প্রাচীনকাল থেকে সুন্দরী বীরকে ভালোবাসে, প্রেমের প্রতিশ্রুতি কিন্তু আকাশের শেষে থাকে।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন সি সি’র কণ্ঠে আরেকটি সুন্দর গান, গানের নাম ‘আমার চীন দেশ’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সি সি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)