‘অপেক্ষা’
2023-05-23 18:10:39

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ান ই তান-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ইয়ান ই তান, ১৯৮২ সালের ১৫ অক্টোবর চীনের নান জিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন মূল ভূভাগের একজন গীতিকার, সুরকার এবং নারী কণ্ঠশিল্পী। ২০১১ সালে টিভি সিরিজ ‘Treading On Thin Ice’ –এর থিম সং ‘তিন ইঞ্চির স্বর্গ’ গেয়ে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।

 

২০১১ সালের ১৮ ডিসেম্বর ইয়ান ই তান নিজের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘শূন্য, ফলাফল’ প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি সনি মিউজিক কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে নিবন্ধিত শিল্পী হন।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ান ই তানের কণ্ঠে ‘অপেক্ষা’ নামের গানটি। গানের কথাগুলো এমন: অপেক্ষা, নাকি তোমার জন্য অপেক্ষা করবো না। নিজেকে জিজ্ঞেস করতে ভয় পাই। উত্তর না-পাওয়ার ভয় পাই, বৃষ্টি পড়ার ভয় পাই। আমি অনেক ভয় পাই, তোমাকে পাই না। ঘুরন্ত পৃথিবীতে কিভাবে তোমার অপেক্ষা করবো। মুখে বলছি, ছেড়ে দিবো না, তবে আমার সাহস হারিয়ে যায়। তোমাকে ভালোবাসি, সবচেয়ে ঘনিষ্ঠ দূরত্ব, কিন্তু অতীতের কথা বলা যায় না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়ান ই তানের গান ‘তোমাকে অপেক্ষার ঋতুতে’। গানের কথাগুলো এমন: গ্রীষ্মকালের অপেক্ষা করি, শরত্কালের অপেক্ষা করি, পরবর্তী ঋতুর অপেক্ষা করি। পূর্ণিমার অপেক্ষা করি। তুমি অবশেষে আমার কাছে ফিরে আসবে। আর দেখা করবো কি না। আমি তোমায় এত মিস করি। হঠাত্ তোমার মুখ দেখতে চাই, পরিচিত অনুভূতি, হাত না ধরেও হাঁটতে পারি। শুধু তোমাকে জানাতে চাই, আমি সারা জীবন তোমায় অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন এই সুন্দর গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ইয়ান ই তানের গান ‘চাঁদকে জিজ্ঞেস করি’। গানের কথায় বলা হয়, ছাদের নিচে ফুল, শান্তভাবে ফোটে। রাতের বাতাস, ছায়ার মত দরজার পাশে অপেক্ষা করে। অর্ধেক চাঁদ, একাকী জানালায় থাকে। স্মৃতি সাদা হয়ে যায়। সেই মানুষ আর আসবে কি! চাঁদকে জিজ্ঞেস করি, তুমি কি স্মৃতির কথা শুনতে পাও?

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাতে চাই ইয়ান ই তানের আরেকটি গান, গানের নাম ‘প্রতিশ্রুতি’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়ান ই তান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)