‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল’-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রতিবন্ধীদের অবস্থা পরিবর্তনে চীনের প্রচেষ্টা
2023-05-22 15:51:02

মে ২২: গতকাল (রোববার) ছিল ‘৩৩তম জাতীয় প্রতিবন্ধী সহায়তা দিবস’। একই দিন ‘রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল-এর শততম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বেইজিংয়ে আয়োজিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শত বছর ধরে আন্তর্জাতিক প্রতিবন্ধীবিষয়ক উন্নয়ন-কার্যক্রমে অর্জিত সাফল্যের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয় এবং সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক প্রতিবন্ধীদের অবস্থার পরিবর্তনে চীনা সরকারের বিভিন্ন ইতিবাচক প্রচেষ্টা তুলে ধরা হয়।

রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান চাং হাই তি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সমাজের মনোযোগ বাড়াতে, উন্নয়নশীল দেশগুলোর প্রতিবন্ধীদের অবস্থার ইতিবাচক পরিবর্তনের ওপর অধিক গুরুত্ব দিতে, এবং প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি একটি অলাভজনক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা, যা প্রতিবন্ধীদের অধিকার রক্ষা এবং তাদের সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকারের সমর্থনে, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল ‘গ্লোবাল ডিসঅ্যাবিলিটি অ্যাফেয়ার্স ডেভেলপমেন্ট ফান্ড’ এবং ‘আফ্রিকা ফান্ড’ প্রতিষ্ঠা করেছে এবং প্রতিবন্ধীদের জীবিকার সুবিধার জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে ৩০টিরও বেশি সহযোগিতামূলক প্রকল্প চালু করেছে।

চীনের প্রতিবন্ধী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান চৌ ছাংখুই বলেন, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন এই প্ল্যাটফর্মের মাধ্যমে, আন্তর্জাতিক প্রতিবন্ধী বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে এবং রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সৃজনশীল উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিবন্ধীদের উন্নয়নে চীনা অবদান রাখে।

তিনি বলেন,

 “বিশেষ করে, ম্যাডাম চাং হাই তি রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের পর থেকে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন এবং রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের মধ্যে সহযোগিতার ও বন্ধুত্বের সম্পর্ক আরও উন্নত ও সুসংহত হয়েছে ও হচ্ছে। রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের অনেক সদস্য-সংস্থার প্রতিনিধিরা চীন সফর করেছেন এবং চীনের প্রতিবন্ধী শিল্পের উন্নয়ন ও অগ্রগতি প্রত্যক্ষ করেছেন। ফলে, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তাদের সাথে প্রতিবন্ধীদের মানসিক যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে। চীনের প্রতিবন্ধী ফেডারেশন এবং বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধী ফেডারেশন রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের কার্যক্রমে ও প্রকল্পে যে আরো বেশি করে অংশগ্রহণ করেছে, তা রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের সৃজনশীল উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিবন্ধীদের বিষয়ে চীনের অবদানস্বরূপ।”

চীনে ৮ কোটি ৫০ লাখ প্রতিবন্ধী রয়েছেন। বছরের পর বছর ধরে, চীনের প্রতিবন্ধী ফেডারেশন প্রতিবন্ধীদের অবস্থার পরিবর্তনে এবং প্রতিবন্ধীদেরকে নিরঙ্কুশ দারিদ্র্য থেকে মুক্ত করতে যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে আসছে। তা ছাড়া, প্রতিবন্ধী নারী ও শিশুদের স্বার্থ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে চীন। ফলে, চীনের প্রতিবন্ধীদের বিভিন্ন অধিকার ও স্বার্থ আরও ভালোভাবে রক্ষিত হচ্ছে এবং তাঁরা আরও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারছেন। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিটি বা এসকাপের উন্নয়বিষয়ক বিভাগের প্রধান শ্রিনিবাস টাটা বলেন,

 “চীনের প্রতিবন্ধী ফেডারেশন শুধুমাত্র চীনের প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে না, বরং এসকাপের এশিয়া-প্যাসিফিক ডিকেড অফ পার্সনস উইথ ডিজঅ্যাবিলিটিজ ট্রাস্ট ফান্ডে অনুদান দেওয়ার মাধ্যমে অন্য দেশের প্রতিবন্ধীদের উন্নয়নেও অবদান রাখছে। আমরা চীনের প্রতিবন্ধী ফেডারেশন, রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনাল এবং অন্যান্য প্রতিবন্ধী সংস্থা, সরকারি সংস্থা এবং বেসরকারি বিভাগের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা চালাতে আগ্রহী।”

রিহ্যাবিলিটেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান চাং হাই তি বলেন, প্রতিবন্ধীরা হচ্ছেন সমাজ নামক পরিবারের সমান সদস্য। তাই, তাদের সমানভাবে নানান কাজে অংশগ্রহণের অধিকার এবং সার্বিক উন্নয়নের অধিকার নিশ্চিত করা উচিত। তবে, বর্তমানে প্রবীণ লোকের সংখ্যা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কুফল, এবং ডিজিটাল বিভাজনসহ নানা সমস্যার কারণে, সমাজে প্রতিবন্ধীদের সমান অংশগ্রহণ ও ব্যাপক উন্নয়ন চ্যালেঞ্জের সম্মুখীন। এক্ষেত্রে  অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে। এ সমস্যা মোকাবিলায় তিনি তিন-দফা প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন,

“প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সমাজের মনোযোগ আরও বাড়াতে, প্রতিবন্ধীদের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে, এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিবন্ধীবিষয়ক কর্মকাণ্ডকে সমর্থন করতে হবে।” (লিলি/আলিম)