‘হলুদ চাঁদ’
2023-05-20 18:07:23

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু হুই লুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সু হুই লুন, ১৯৭০ সালের ২৭ অক্টোবর চীনের তাইওয়ান প্রদেশের তাই পেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান প্রদেশের পপ সংগীত জগতের একজন নারী কণ্ঠশিল্পী, তিনি একই সঙ্গে একজন অভিনেত্রীও বটে।

 

১৯৯০ সালের মার্চ মাসে সু হুই লুনের প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘সব কিছু ছাড়িয়ে যাই’ রিলিজ হয়। একই বছর তাঁর আরেকটি অ্যালবাম ‘হাঁস’ মুক্তি পায়। এই অ্যালবামের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত হয়ে ওঠেন। ২০০৬ সালে তিনি নিজের নামে ‘সু হুই লুন’ নামে অ্যালবাম প্রকাশ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন সু হুই লুনের গান ‘হলুদ চাঁদ’। গানের কথায় বলা হয়, যদি বলি, স্নেহ আমার দোষ, তাহলে কেন তুমি অন্যের সঙ্গে যাও। আমি ভালোভাবে যৌবনে হাত ধরবো, সময় নষ্ট করবো না। যৌবন একটি মেঘ, চলে গেলে আর ফিরে আসবে না। আমি আবার তোমার ফাঁদে পড়বো না। আহা, হলুদ চাঁদ, আমার মিষ্টি জন্মস্থান। আহা, হলুদ চাঁদের নিচে আমার কোনো দুঃখ নেই। প্রকৃত প্রেমে এত ঝামেলা নেই। আমি অত্যন্ত স্বাধীন জীবন চাই।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সু হুই লুনের গান ‘শরত্কালের সমুদ্র’। গানের কথায় বলা হয়, সবসময় মধ্যরাতে ঘুম থেকে জাগি। একাই কল্পনা করি, যদি জানালা খুলে কি সমুদ্র দেখতে পারি? সেই হারানো স্মৃতি, এখন আছে কি?

সে চলে যাওয়াকে বাছাই করেছে, প্রেম নাকচ করেছে, সেদিন থেকে, আমি বুঝেছি, আমার কিছু অংশ মরে গেছে। সমুদ্র বোঝে না, তীরের মানুষরা, গ্রীষ্মকাল শেষে আর ফিরে আসবে না।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সু হুই লুনের গান ‘হাঁস’। গানের কথাগুলো এমন: তুমি ট্যাক্সিতে একাই চলে গেছো, পুরো পৃথিবীতে শুধু আমি একাই বৃষ্টিতে ভিজেছি। তুমি হয়তো কারো কোলে আছো, এমন ভেবে আমি শ্বাস নিতেও পারছি না। নিজেকে একটি গর্বিত হাঁস মনে করি। সব কিছু গুরুত্বপূর্ণ নয়। যদিও আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে ছাড়াও বাঁচবো। একাই থাকবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। তবে, বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো সু হুই লুনের আরেকটি গান, গানের নাম ‘আমার কথা মনে রাখো’। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সু হুই লুন-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)