‘এটা সত্য’
2023-05-20 18:08:44

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ছেন সিয়াও তুং, ১৯৭৫ সালের ৩ সেপ্টেম্বর চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হলেন হংকংয়ের একজন পুরুষ কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন অভিনেতাও বটে। ১৯৯৫ সালে ছেন সিয়াও তুং আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০০০ সালে ছেন সিয়াও তুং-এর অ্যালবাম ‘আমার চেয়ে সুখী’ প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি চায়না মিডিয়া গ্রুপের বসন্ত উত্সবের গালায় অংশ নেন। ২০০৩ সালে তিনি চীনের মূল ভূভাগে এসে প্রধানত চলচ্চিত্রের অভিনয়ে যোগ দেন।

 

বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও তুং-এর কণ্ঠে ‘এটা সত্য’। গানের কথায় বলা হয়, তুমি চলে যাওয়ার পর আমার অনেক কষ্ট লাগছে। এটা, সত্য। আমি ঘরে জোর করে নিজেকে আটকে রাখি। এটা সত্য। তোমার পেইজ আমি প্রতিদিন দেখি, এটা সত্য। স্বপ্নে দেখেছি, তুমি ফিরে এসেছো, এটা সত্য। তোমার জিনিস এখনো আমার কাছে, এটা সত্য। আমি সবসময় তোমার খবর শুনতে চাই, এটা সত্য। সব কিছুই সত্য। যেমন আমি তোমাকে এখনো ভালোবাসছি, এটা সত্য। শুধুই সেই তুমি চাও এই কথা, সত্য নয়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গাটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছেন সিয়াও তুং-এর গান ‘আমি সবার চেয়ে স্পষ্টভাবে জানি’। গানের কথায় বলা হয়, আমার প্রেমের গল্প পূর্ণ নয়, তোমার হৃদয়ের কথা বড় নয়। আমি তোমার সঙ্গে নেই, এমন জীবন তুমি কিভাবে কাটিয়েছো। যদি তোমার কিছু থাকে, তাহলে কেন মনে লুকিয়ে রাখো। তুমি এত কষ্ট করে জীবনযাপন করছো, আমি সবার চেয়ে স্পষ্টভাবে জানি। তুমি দেখতে অনেক সন্তুষ্ট, তবে আমি সবার চেয়ে ভালো জানি, তোমার হাসিতে দুঃখ আছে।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন ছেন সিয়াও তুং-এর গান ‘হাসিতে বিদায়’। গানের কথাগুলো এমন: আমি কাঁদিনি, কেন তোমার অশ্রু আসে। সবসময় তোমার সামনে শক্ত থাকতে চাই, তবে কে জানে, এটা হল আমাদের শেষ দেখা। আমি হাসতে হাসতে বিদায় জানাতে চাই, এই প্রেমে আমার কোনো অনুতাপ নেই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম, তবে বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো ছেন সিয়াও তুং-এর আরেকটি গান, গানের নাম ‘স্বাধীন বন্দর’, আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছেন সিয়াও তুং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)