ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা আইনের সংশোধনীতে কেন্দ্রীয় সরকারের সমর্থন
2023-05-19 15:20:51

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার জাতীয় নিরাপত্তা রক্ষা আইনে সংশোধনী এনে যে বিল পাস করেছে, তাতে সমর্থন জানিয়েছে ওই প্রশাসনিক অঞ্চলে চীনের কেন্দ্রীয় সরকারের লিয়াজোঁ অফিস।

জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করা ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সর্বোচ্চ নীতি – একথা উল্লেখ করে লিয়াজোঁ অফিসের একজন মুখপাত্র বৃহস্পতিবার বলেন, অভ্যন্তরীণ ও বাইরের নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার আইন সংশোধনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা রক্ষার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, সংশোধিত আইনটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি, দেশের সংবিধানের শর্তাবলী এবং ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের মৌলিক আইন এবং জাতীয় নিরাপত্তার সামগ্রিক ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মুখপাত্র বলেন, আইনের সংশোধনীগুলো বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনি ব্যবস্থা ও প্রক্রিয়াকে আরও উন্নত করা, জাতীয় নিরাপত্তাকে বিপন্ন করে এমন অপরাধমূলক কার্যকলাপকে প্রতিরোধ, ম্যাকাওর বাসিন্দাদের অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং সেখানে একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা ক্ষেত্রে সাহায্য করবে।

রহমান/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি