‘যুগল সহায়তা কর্মসূচি’ বদলে দিচ্ছে সিনচিয়াং
2023-05-19 17:28:44

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের দরিদ্র ও পশ্চাৎপদ অঞ্চলগুলোর উন্নয়নে অর্থনৈতিভাবে উন্নত অঞ্চলগুলো যাতে সাহায্য করে সেজন্য নেওয়া ‘পেয়ারড অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’ বা যুগল সহায়তা কর্মসূচি ব্যাপক অবদান রাখছে পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের উন্নয়নে।

‘চিনান নিউ ভিলেজ’ নামের এমনই একটি কর্মসূচি চলছে সিনচিয়াংয়ের গোবি মরুভূমির ছিরা এলাকায়। ২০১৪ সালে যখন এই কর্মসূচি শুরু হয়, তখন ছিরা ছিল বিশাল এক জলাভূমি। কর্মসূচির অংশ হিসাবে ২ হাজার কিলোমিটারেরও বেশি দূরের থিয়ানচিন বন্দরনগর থেকে একদল কর্মকর্তা এখানে আসেন।

তারা এ এলাকার উন্নয়নে ‘দারিদ্র্য ত্রাণ তহবিলে’ কোটি কোটি টাকা অনুদান দেন এবং মাত্র চার বছরে ৪শরও বেশি গ্রিনহাউস স্থাপন করেন, যার ফলে একটি অনাবাদি স্থান থেকে ছিরা একটি সবজি-উৎপাদনকারী এলাকায় রূপান্তরিত হয়।

এরপর ২০১৮ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩৭০টি উইগুর পরিবার, যারা বেশিরভাগ ছিল পশুপালক এবং মূলত কুনলুন পর্বতের ঢালে চারণভূমিতে বিচরণ করতো, তারা এখানে চলে আসে। এখানে বসবাসের জন্য তারা বিনামূল্যে যে ঘরগুলো পেয়েছে সেখানে রয়েছে ফ্লাশ টয়লেট থেকে শুরু করে আধুনিক সব সরঞ্জাম। সন্তানদের শিক্ষাদানের জন্য এখানে প্রতিষ্ঠা করা হয়েছে একটি কিন্ডারগার্টেন এবং মাত্র দুই কিলোমিটার দূরে বানানো হয়েছে একটি শিল্প পার্ক, যেখানে শ্রমিক হিসাবে কাজ করবেন এক সময়ের পশুপালকরা।

তিয়ানজিন থেকে পাঠানো প্রযুক্তিবিদদের সহায়তায় গ্রামবাসীরা টমেটো রোপণ, ডুমুর গাছ কাটা এবং শসা উৎপাদন থেকে শুরু করে নানা কৃষিকাজ শিখেছেন। এখন প্রতিটি গ্রিনহাউস থেকে তারা বছরে গড়ে ২০ হাজার ইউয়ান আয় করছেন।

চারণভূমি থেকে যারা এ গ্রামে এসেছেন তাদের একজন গুলজারনুর টারসন। তিনি জানান, আগে তাদের কষ্টের সীমা ছিল না, কিন্তু এখানে আসার পর সে কষ্ট লাঘব হয়েছে। এখন তিনি স্থানীয় সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

রহমান/সাজিদ

তথ্য ও ছবি: চায়না ডেইলি