অর্থনীতি চাঙ্গা করতে চাহিদা বাড়ানোর আহ্বান চীনা প্রধানমন্ত্রীর
2023-05-19 15:22:55

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: প্রকৃত অর্থনীতিকে চাঙ্গা করতে অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো ও বাহ্যিক চাহিদা স্থিতিশীল রাখার আহ্বান জানিয়েছেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং। বৃহস্পতিবার শানতং প্রদেশ পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান। 

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির এ সদস্য এসময় আরও বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারকে উন্নীত করতে দেশের উন্নত উৎপাদন ক্ষেত্রগুলোকে আরো উৎসাহিত করা উচিত। ঐতিহ্যবাহী শিল্পগুলোর পরিবর্তন ও উন্নয়ন করতে সমন্বিত প্রচেষ্টা দরকার উল্লেখ করে তিনি বলেন, কৌশলগত অগ্রসরমান শিল্পগুলোকে আরো প্রসারিত করতে হবে।

নতুন ধরনের জ্বালানীচালিত যানবাহনের ক্রয় নীতির উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চার্জিং পাইলস ও অন্যান্য অবকাঠামো নির্মাণকে ত্বরান্বিত করতে নতুন-শক্তির যানবাহনের ব্যবহার সম্ভাবনাকে আরও উন্মোচন করা যায়।

বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীন আন্তর্জাতিক সহযোগিতার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে আরও প্রচেষ্টা করা, সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করা ও পারস্পরিক সুবিধা অর্জনে সম্পদ ও শক্তির পরিপূরকতা বৃদ্ধি করা উচিত বলে জানান লি ছিয়াং।

ছিংতাও শহরের কোম্পানিগুলো পরিদর্শন কালে তিনি ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোগের ক্ষমতায়নের জন্য শিল্প ইন্টারনেটের উন্নয়নের গুরুত্বের ওপরও জোর দেন।

ঐশী/সাজিদ

তথ্য ও ছবি: সিজিটিএন