চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো
2023-05-19 15:21:56

মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এক্সপো। ৫ দিনব্যাপী এই প্রদর্শনী শুরু হবে এ বছরের ২৮শে নভেম্বর, যা চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক এই মেলার আয়োজক কমিটি জানায়, প্রায় এক লাখ বর্গমিটার জায়গা জুড়ে প্রদর্শনীর আয়োজন করা হবে।

এ মেলায় তুলে ধরা হবে অত্যাধুনিক প্রযুক্তির গাড়ি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ। এছাড়াও থাকবে কৃষি প্রযুক্তির নতুন মডেল ও পরিবেশবান্ধব জ্বালানির নানা দিক।

এই এক্সপোর স্লোগান ঠিক করা হয়েছে, "কানেকটিং দ্যা ওয়ার্ল্ড ফর আ শেয়ার্ড ফিউচার" অর্থাৎ অভিন্ন ভবিষ্যত গড়ার লক্ষ্যে বিশ্বকে সংযুক্ত করা।

আয়োজক কমিটি জানায়, এই মেলাটি সব দেশের জন্য উন্মুক্ত থাকবে, যা সংযুক্ত করবে শিল্পের বিভিন্ন খাতকে। এছাড়া ক্ষুদ্র, মাঝারি ও বড় উদ্যোগগুলোকে বিকশিত করার নানা কার্যক্রম থাকবে মেলায়।

আধুনিক প্রযুক্তির নিত্য নতুন আবিষ্কার ও সফলতার কিছু দিকও তুলে ধরা হবে এই মেলায়।

এইচআরএস/সাজিদ

সূত্র: সিনহুয়া