‘চলতি বাণিজ্য’-পূর্ব ১৮
2023-05-19 14:43:52

চীন ও চীনের বাইরের দুনিয়ার ‘ব্যবসা-অর্থনীতি-বানিজ্যের হালচাল নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান‘চলতি বাণিজ্য’

চলতি বাণিজ্যের ১৮তম পর্বে থাকছে:

১. সাংহাই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র

২. বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল যাচ্ছে চীন থেকে

৩. চীনে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদনের রেকর্ড স্পর্শ করলো বিএমডাব্লিউ

 

সাংহাই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: নান্দনিক স্থাপনা ও সাংস্কৃতিক বৈচিত্র উপভোগ করতে এবং বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে সারা বছরই পর্যটকের আনাগোনা থাকে সাংহাইতে। বিশেষ করে নিজেদের উৎপাদন করা সেরা পণ্যের বিভিন্ন ব্র্যান্ডের সমাহার আছে এখানে। এখানেই মিলবে বিশ্ব মানের ভোগ্যপণ্য, আনন্দ উপযাপন ও কেনাকাটার যাবতীয় অনুসঙ্গ। ফলে চীনের বাণিজ্যিক নগরী সাংহাই ক্রমেই পরিণত হচ্ছে আন্তর্জাতিক ভোগের কেন্দ্র হিসেবে।

চীনের একটি বিশ্বমানের শহর সাংহাই। এখানে যেমন রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা তেমনি চীনের সংস্কৃতিরও শক্তিশালী প্রতিনিধিত্ব করে এই সাংহাই।

সাংহাইতে কাজ করে নামকরা সব গণমাধ্যম, আছে ফ্যাশন পণ্য থেকে শুরু করে নানা প্রযুক্তি পণ্য। জমজমার ব্যবসা পরিবহন খাতেও।

সাংহাইতে ঘুরে বেড়ানোর নানা জায়গা আছে, আছে শপিংয়ের নানা ব্যবস্থা। যে কোন পর্যটক চাইলে ঘুরতে ঘুরতেই সেরে ফেলতে পারবেন প্রয়োজনীয় শপিং। এ জন্য মলগুলো প্রস্তুত রাখা হয়েছে সার্বক্ষণিক, বিশেষ ব্যবস্থায়। বিশেষ করে চীনের নিজস্ব অসংখ্য ব্র্যান্ডের আকর্ষণীয় সব পণ্যের দেখা পাওয়া যাবে সাংহাইতে। সম্প্রতি চীনের দ্বীপ প্রদেশ হাইনানের ৬৮টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শনের ব্যবস্থা করা হয় এখানে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো হাইনানের সুগন্ধি শিল্পে ব্যবহার করা আগারউডের নানা ব্যবহার।

আগারউড হল এমন একটি সুগন্ধি কাঠ যা ধুপ, সুগন্ধি এবং ছোট খোদাইয়ের কাজে ব্যবহার করা হয়। এটিই এখন চীনের এই অঞ্চলের সেরা ও জনপ্রিয় পণ্যের স্বীকৃতি পেয়েছে বলে জানান সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা হান ইয়ানতিং।

হান ইয়ানতিং, 

ভাইস প্রেসিডেন্ট, হাইনান ইয়ুনহাই ইউয়ে ফরেস্ট্রি কোম্পানি লিমিটেড

“হাইনানের আগার শিল্পকে একটি ভালো ব্র্যান্ডে পরিণত করতে হলে উৎপাদন শিল্পের পর্যায়ে নিতে হবে আবার পণ্যের জনপ্রিয়তাও বাড়াতে হবে। এমন পর্যায়ে নিতে হবে যেন এটি সত্যিই সাধারণ মানুষের কাজে লাগে।“

তিনি জানান, এখানকার এই শিল্প পণ্যটি বর্তমানে চীনজুড়ে প্রায় আড়াই হাজার মার্কেটে পাওয়া যায়। এর পাশাপাশি ২৪ হাজার স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠান, আড়াই লাখ ক্লিনিক ও সেবা প্রতিষ্ঠানে পাওয়া যায়। বিশেষ করে দেশের ৩ লাখ চেইন ফার্মাসিতেও এই পণ্যটি পাওয়া যাবে।

চীনের হাইনান উন্নয়ন ও সংস্কার কমিশনের গবেষক উ কুয়ানচৌ জানান, আগর কাঠের মাধ্যমে যে আকর্ষণীয় শিল্পকর্ম তৈরি করা হয় তার বাজার মূল্য প্রায় ১ লাখ মার্কিন ডলার। তিনি বলেন, ২০২৩ সালের ব্র্যান্ড দিবসে হাইনানের ৬৮টি ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করা হয় চীনের সাংহাইতে। কেবল চীনা নয় বরং সারা বিশ্বের ক্রেতা ও ব্যবসায়ীদের জন্য অনলাইন ও অফলাইন দুইভাবে আয়োজন করা হয় প্রদর্শনীর। এই কর্মকর্তা জানান, দেশ-বিদেশের ভোক্তা ও পর্যটকদের আকর্ষণ করতে চীনের নিজস্ব ব্র্যান্ডগুলোর মানোন্নয়নের ব্যাপারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে সরকার।

উ কুয়ানচৌ, গবেষক, হাইনান উন্নয়ন ও সংস্কার কমিশন

“আমরা আমাদের ব্র্যান্ডগুলোর মানোন্নয়নের ব্রাপারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছি। নতুন নতুন উদ্ভাবন ও পরীক্ষানীরিক্ষা চালাচ্ছি। মেধাস্বত্বের ব্যাপারে সচেতন আছি। ২০১৮ সালের তুলনায় ২০২২ সালে এসে হাইনানে পেটেন্টের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।“

এদিকে, চলতি বছর সাংহাইয়ের শপিং এলাকা, বিনোদন ও পর্যটন এলাকা এবং নানা ধরনের সেবাধর্মী কার্যক্রমগুলোকে এক করে বিশেষ পরিকল্পনা হাতে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। এই উদ্যোগের অন্যতম ছিলো শপিং ফেস্টিভ্যাল। সাংহাইয়ের নতুন আন্তর্জাতিক পণ্য ও ইন্টারন্যাশনাল বিউটি ফেস্টিভ্যাল ছিলো এর গুরুত্বপূর্ণ অংশ।

সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব কমার্স জানায়, বিদেশী ক্রেতাদের একটি গুচ্ছ শপিং এরিয়া নির্মাণ ও জাতীয় আমদানি বাণিজ্যের জন্য আলাদা একটি এলাকা তৈরির কাজ করছেন তারা।

লিউ মিন, উপ-পরিচালক, সাংহাই মিউনিসিপ্যাল কমিশন অব কমার্স

“আমরা বেশ কিছু নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছি। যেমন গ্রাহক ধরে রাখতে, বাজারে পণ্যের চাহিদা বাড়াতে এবং ক্রেতাদের প্রয়োজনীয় পণ্যগুলোর যোগান নিশ্চিত করতে সারা বছরই কিছু না কিছু প্রচারণামূলক কার্যক্রম চলবে। এসব কার্যক্রমের মাধ্যমে আমরা সাংহাইকে বৈশ্বিক ভোগের একটি কেন্দ্র হিসেবে পরিণত করবো।”

 

শুধুই কি কেনাকাটা? না, সাংহাইয়ের ঐতিহাসিক স্থাপনা, আর্ট গ্যালারি, জাদুঘর ও প্রাকৃতিক নৈসর্গিক স্থানগুলো যেন দুহাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের।

এখানকার হুয়াংপু ও সুছৌ নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে পৌছে যেতে পারবেন অনেক দূর। নদীতীরের সুশীতল বাতাস, ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশে নিশ্চয়ই হারাবে মন। আবার আশপাশের পার্কগুলোর প্রাকৃতিক পরিবেশও কাছে টানে দেশি-বিদেশী পর্যটকদের। তাইতো সাংস্কৃতিক পর্যটনের বিকাশে এসব বিনোদন স্থানগুলোকে কেন্দ্র করেও ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ৩ মাসে সাংহাইয়ে ভোগ্যপণ্যের বাজার ৬৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই বাণিজ্যের পরিমাণ গেল বছরের একই সময়ে তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেশি। কর্তৃপক্ষ বলছে, পরিসংখ্যানের নানা সূচক জানান দিচ্ছে, কোভিড পরবর্তী অর্থনীতি কেবল পুনরুদ্ধারই হচ্ছে না বরং স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নের ফলে ক্রমেই আন্তর্জাতিক ভোগের কেন্দ্রে পরিণত করার লক্ষ্য বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে সাংহাই। 

 

ভিনদেশে চীন:

বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল যাচ্ছে চীন থেকে

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: ইউরোপের বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ নির্মাণের জন্য স্টিল সরবরাহ করা হচ্ছে চীন থেকে। চীনের ইনার মঙ্গোলিয়ায় অবস্থিত পাওতোও স্টিল ইউনিয়ন কোম্পানি লিমিটেড এ স্টিল উৎপাদন করছে।

এটি চীনের অন্যতম প্রধান স্টিল উৎপাদনকারী কোম্পানি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথের জন্য প্রথম ব্যাচের স্টিল উৎপাদন কাজ সম্পন্ন হয়েছে। প্রথম দফায় পাঠানো হবে ৬শ’ টন স্টিল।

গেল ডিসেম্বরে এই রেল পথ নির্মাণের জন্য ২২ হাজার ৬৩৫টন স্টিল সরবরাহের চুক্তি করে কোম্পানিটির মার্কেটিং বিভাগ। রেলপথ নির্মাণের উপযোগী ৫০ মিটার দৈর্ঘ্যের স্টিল এটাই প্রথম তৈরি করেছে কোম্পানিটি।

ইউরোপের বিভিন্ন দেশের মধ্যকার যোগাযোগের অন্যতম মাধ্যম সাড়ে ৩শ’ কিলোমিটার দীর্ঘ এই বেলগ্রেড-বুদাপেস্ট রেলপথ। বিশেষ করে চীনের প্রস্তাব করা বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অন্যতম প্রকল্প এবং চীনের সঙ্গে মধ্য ও পূর্বাঞ্চলীয় ইউরোপের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প।

 

কোম্পানি প্রোফাইল:

চীনে ৫ মিলিয়ন গাড়ি উৎপাদনের রেকর্ড স্পর্শ করলো বিএমডাব্লিউ

সাজিদ রাজু, চীন আন্তর্জাতিক বেতার: চীনে বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডাব্লিউ ৫ মিলিয়ন বা ৫০ লাখ গাড়ি উৎপাদনের রেকর্ড ছুঁয়েছে। বিএমডাব্লিউ ব্রিলিয়ান্স অটোমোটিভ লিমিটেড –বিবিএ এ খবর জানায়। বিএমডাব্লিউ’র উৎপাদন কারখানাটি চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ লিয়াওনিংয়ের রাজধানী শেনইয়াংয়ে অবস্থিত।

বিবিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও চীনের বিএমডাব্লিউ ব্রিলিয়ান্সের প্রেসিডেন্ট ফ্রান্জ ডেকার জানান, ৫০ লাখ গাড়ির সবগুলোর নতুন প্রযুক্তির বিদ্যুৎচালিত। ই-ড্রাইভ-ফরটি এল মডেলের গাড়িগুলো এরইমধ্যে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত বলে জানায় কোম্পানিটি।

২০২২ সালে চীনে ৪২ লাখ গাড়ি তৈরি করে বিএমডাব্লিউ। চলতি বছর এই কোম্পানির গাড়ি বিক্রির হার ৯১ শতাংশ বেড়েছে।

শেনইয়াংয়ের এই কারখানাটি বিএমডাব্লিউ’র সবচেয়ে বড় উৎপাদন হাব। বছরে এখানে ৮ লাখ ৩০ হাজার গাড়ি তৈরি করা সম্ভব।