চাং ছু
2023-05-18 09:46:58


আজকের অনুষ্ঠানে চীনের একজন গায়ক ও গীতিকারের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম চাং ছু। তিনি চীনা রক সংগীতের অন্যতম প্রতিনিধি। গত শতাব্দীর ৯০ দশকে তার প্রভাবে রক সংগীত ব্যাপক জনপ্রিয় হয়। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চাং ছুর একটি সুন্দর গান ‘এক অংশ’।গান ১

 

চাং ছু ১৯৬৮ সালে চীনের হুনান প্রদেশের লিউ ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ৮ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে শানসি প্রদেশের সিআনে বাস করা শুরু করেন। যৌবনকালে তিনি খুব দুরন্ত ছিলেন। মাধ্যমিক স্কুল পড়ার সময়ে তিনি রক গান পছন্দ করেন। মাধ্যমিক স্কুল শেষে চাং ছু স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং শিখেন। কিন্তু বিষয়টি তিনি একদম পছন্দ করতেন না, শুধু সংগীত শিখতে ও গান গাইতে চাইতেন। তাই দুই বছর পর চাং ছু বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। সংগীতের স্বপ্ন অনুসরণ করে বেইজিংয়ে আসেন। বেইজিংয়ে পৌঁছানোর পর চাং ছু নিজে গান রচনা করা শুরু করেন এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করেন। বন্ধুরা, এখন শুনুন সে সময় চাং ছু’র রচিত একটি সুন্দর গান ‘সি ছু ইয়াং কুয়ান’।গান ২

 

১৯৯১ সালে বেইজিংয়ে চাং ছু ও তার দুই বন্ধুর সঙ্গে ‘তু ছি’ নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। পরে তারা চীনের প্রথম রক অ্যালবাম ‘চীনা আগুন’ প্রকাশ করে। অ্যালবামে ছাং ছু’র গান ‘বড় বোন’ প্রকাশের পরই অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এই গানে বড় বোনকে বলা কথার মাধ্যমে চীনের সংস্কার ও উন্মুক্তকরণ নীতির প্রেক্ষাপটে সমাজ ও মানুষের মনের তীব্র পরিবর্তনগুলো তুলে ধরা হয়েছে, যা মানুষের মধ্যে একই অনুভূতি সৃষ্টি করে। এই গান সে বছরের শ্রেষ্ঠ চীনা গানের পুরস্কার পায়। বন্ধুরা, এখন শুনুন ছাং ছু’র জনপ্রিয় গান ‘বড় বোন’।গান ৩

 

১৯৯৪ সালে চাং ছু তার প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘একাকী মানুষ লজ্জাজনক’ মুক্তি পায়। অ্যালবামটি পুরোপুরি চাং ছু’র ইচ্ছা অনুযায়ী তৈরি করা হয় এবং এতে তার সংগীতের ধারণা প্রকাশ পায়, তা হল একটি বিশুদ্ধ মন নিয়ে সমাজ ও পৃথিবীকে দেখা এবং সংগীতের মাধ্যমে মনের সত্য অনুভূতি প্রকাশ করা। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং ছু’র একটি জনপ্রিয় গান ‘পিঁপড়া’। গানে তিনি পিঁপড়ার দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে বর্ণনা করেছেন। পিঁপড়া ছোট হলেও বিশ্বের কাছে নতি স্বীকার করেনি বরং নিজের মত করে ভালোভাবে জীবন কাটায়। তার কাছে এটাও এক ধরনের রক স্পিরিট। গানটি মুক্তির পরই ব্যাপক জনপ্রিয় হয়, এখন পর্যন্ত তা সবচেয়ে জনপ্রিয় একটি চীনা রক গান। বন্ধুরা, এখন গানটি শুনি।গান ৪

 

অ্যালবাম ‘একাকী মানুষ লজ্জাজনক’ জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে চাং ছু ‘তু ছি’ ব্যান্ডের সঙ্গে হংকংয়ের বিখ্যাত হংখান স্টেডিয়ামে রক কনসার্ট আয়োজন করেন এবং অসাধারণ সাফল্য অর্জন করেন। যা চীনা রক সংগীতের স্বর্ণযুগ শুরু করে। চাং ছু ও ‘তু ছি’ ব্যান্ডের সদস্য ‘রক বীরের’ সুখ্যাতি পায়। বন্ধুরা, এখন শুনুন চাং ছু’র একটি জনপ্রিয় গান ‘একাকী মানুষ লজ্জাজনক’।গান ৫

 

গান গাওয়ার পাশাপাশি চাং ছু দেশি-বিদেশি বিভিন্ন স্থান ভ্রমণ করেন। ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি সংগীত রচনার অনুপ্রেরণা পান। তার অনেক গান ভ্রমণের সময় লেখা হয়েছে। চাং ছু’র লিখিত গানের কথাগুলো যেন আধুনিক কবিতা, এর ভাষা সূক্ষ্ম ও গভীর। তাই তাতে ‘বিরচণকারী কবির’ নাম আছে। বন্ধুরা, এখন শুনুন চাং ছু দক্ষিণ এশিয়ায় ভ্রমণ করার পর রচিত গান ‘বৌদ্ধ রাজ্য’।গান ৬

 

২০০১ সালে চাং ছু বেইজিং থেকে সি’আন চলে যান। চার বছর বিশ্রাম নেন। ২০০৪ সালে তিনি আবার নতুন অ্যালবাম প্রকাশ করেন এবং বিভিন্ন সংগীত উত্সবে অংশগ্রহণ করেন। এখনও তিনি নতুন নতুন গান রচনা করছেন। তার পুরানো গানগুলো এখনও জনপ্রিয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা একসঙ্গে চাং ছু’র আরেকটি সুন্দর গান ‘উজ্জ্বল রাস্তা’ শুনবো। আশা করি, আপনারা তার গানগুলো পছন্দ করবেন।গান ৭

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।