এ অনুষ্ঠানে আমরা পালাক্রমে সিনচিয়াং ও তিব্বতসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আশা করি, এর মাধ্যমে শ্রোতারা চীনের সুন্দর সিনচিয়াং ও সুন্দর তিব্বত সম্পর্কে আরও ভালো ধারণা পাচ্ছেন। তাহলে দেরি না করে শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে আমরা সিনচিয়াং নিয়ে কথা বলব।
>>সিনচিয়াংয়ের সিল্ক রোড
প্রাচীন সিল্ক রোড সিনচিয়াং অতিক্রম করেছিল এবং এটি একসময় প্রাচীন হলুদ নদীর অববাহিকার সভ্যতা, গঙ্গা নদী উপত্যকা সভ্যতা এবং প্রাচীন পারস্য সভ্যতার সাথে সংযুক্ত ছিল। বিশ্বের তিনটি প্রধান ধর্ম, বৌদ্ধ, ইসলাম, খৃস্ট এবং লোকধর্ম জরথুস্ট্রিয়ানিজম, মানিচেইজম এবং তাদের সম্পর্কিত সংস্কৃতি ও শিল্প সিনচিয়াংয়ে মিলিত হয়। ইতিহাসের দীর্ঘ নদীতে, প্রাচীন সিল্ক রোড ভবিষ্যতের প্রজন্মের জন্য অতুলনীয় সাংস্কৃতিক নিদর্শন ও প্রাচীন সাংস্কৃতিক নিদর্শন রেখে গেছে।
সিনচিয়াংয়ের সিল্ক রোড প্রধানত থিয়ানশান পর্বতমালার দক্ষিণে সিল্ক রোড এবং থিয়ানশান পর্বতমালার উত্তরে সিল্ক রোডে বিভক্ত।
ছিন হান রাজবংশের আগে, সিল্ক রোডের সিনচিয়াং অংশটি শুধু থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি চীনের কান সু প্রদেশের তুনহুয়াং থেকে তাকলামাকান মরুভূমির দক্ষিণ ও উত্তর দিক পর্যন্ত বিস্তৃত। সেজন্য দক্ষিণ ও উত্তর দিকে দুটো রাস্তা রয়েছে। দক্ষিণ রাস্তার জন্য কান সু প্রদেশের তুনহুয়াং থেকে ‘ইয়াং কুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে খুনলুন পর্বতের উত্তর দিক অতিক্রম করে আবারও পামিরস মালভূমি পার হয়ে ইরানে যাওয়া যায়। উত্তর রাস্তা হচ্ছে কান সু প্রদেশের তুনহুয়া থেকে ‘ইয়ুমেনকুয়ান’ পর্যন্ত পশ্চিম দিকে এসে তুর্পানের ‘চিয়াও হ্য’ শহর অতিক্রম করে থিয়ানশান পর্বতমালার দক্ষিণাঞ্চল থেকে আবারও পশ্চিম দিকে প্রবাহিত। এটি পামিরস মালভূমি পার হয়ে কিরগিজস্তানের ইসিক-কুল (Issyk-Kul, Lake ) হ্রদ পর্যন্ত গেছে।
থিয়ানশানের উত্তর দিকের সিল্ক রোড থিয়ানশানের উত্তর রোড ও প্রেইরি রোডে বিভক্ত। থিয়ানশানের উত্তর রোড হচ্ছে লিয়াংহানের পর উন্মোচিত নতুন রোড। এটি চীনের কান সু প্রদেশের তুনহুয়াং থেকে শুরু করে হামি, ‘চিমুসার’, ‘খাং তুং’, ‘ইলি’ নদী ও ‘ছু’নদী পার হয়ে পশ্চিমে প্রাচীন রোমান সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত। প্রেইরি রোড হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে চিহ্নিত একটি প্রাচীণ ব্যবায়িক রোড, যা মঙ্গোলীয় মালভূমি থেকে জংগার অববাহিকার মধ্য দিয়ে কাজাখ পাহাড় পর্যন্ত বিস্তৃত। এর পথ দিয়ে তুরান সমভূমি ও কৃষ্ণ সাগর পর্যন্ত যাওয়া যায়।
পূর্ব থেকে পশ্চিমে চলমান সিল্ক রোডের উপরে উল্লিখিত প্রধান সড়ক ছাড়াও, সিনচিয়াংয়ে অনেকগুলো শাখা রাস্তা রয়েছে, যেগুলো মূল সড়কের পরিপূরক হিসেবে কাজ করে। এগুলোর মধ্যে রয়েছে লিয়াংহান সময়পর্বের ‘উ ছুয়ান’ রোড, ‘ই উ’ রোড, ‘ছে শি’ রোড ও ‘ছি কু’ রোড প্রভৃতি। আরও আছে সুইথাং সময়পর্বের ‘সুই ইয়ে’ রোড, ‘কুংইইয়ে’ রোড এবং ‘রেহাই’ রোড প্রভৃতি।
প্রিয় শ্রোতা, আমাদের হাতে আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আজকের ‘সিনচিয়াং থেকে তিব্বত’ এ পর্যন্তই। তবে, আগামী সপ্তাহে আমরা আবার আপনাদের সামনে হাজির হবো সিনচিয়াং ও তিব্বতের কোনো গল্প বা তথ্যভান্ডার নিয়ে। আপনারা আমাদের লিখুন। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn আমাদের ওয়েবসাইটেও আপনারা অনুষ্ঠান শুনতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://bengali.cri.cn/ সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। (উর্মি/আলিম)