মোঃ মেহেদী হাসানের সাক্ষাত্কার
2023-05-18 16:40:36

 

আজকের ঊর্মির বৈঠকখানায় আমার সাথে যোগ দিচ্ছেন মোঃ মেহেদী হাসান ।  তিনি বর্তমানে বাংলাদেশের  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। সেই সঙ্গে তিনি শিক্ষা ছুটি নিয়ে চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিযয়াম (পূর্ব চায়ানা)-এ পিএইচডি গবেষণা করছেন।  তার গবেষণার বিষয় গ্যাস হাইড্রেট-এর সমস্যা দূর করে তেল-গ্যাসের প্রবাহ নিশ্চিতকরণ ।

 

মোঃ মেহেদী হাসান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এম ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন এবং ২০২১ সালের সেপ্টেম্বর মাসে, চীন সরকারের বৃত্তি নিয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। কিন্তু করোনা মহামারীর কারণে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি চীনে আসতে সক্ষম হন।

 

মেহেদী  বাংলাদেশের জ্বালানিনিরাপত্তা নিয়ে চিন্তা-ভাবনা করেন এবং ভবিষ্যতে কিভাবে চীনের সহযোগিতায় বাংলাদেশের  জ্বালানিনিরাপত্তা  নিশ্চিত করা যায়, তা নিয়েও গবেষণা করেন ।