ছেন ইপেং
2023-05-17 10:42:21

ছেন ইপেং ১৯৮২ সালের ২০ এপ্রিল চীনের কুয়াংতোং প্রদেশের মাও মিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন কণ্ঠশিল্পী। ২০০৪ সালে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করার মধ্য দিয়ে তিনি গায়ক-গীতিকার হওয়ার পথে আসেন। একই বছর তিনি কুয়াংচৌয়ের সঙ্গীতজ্ঞ হুয়াং শিয়াওলিয়াংয়ের সঙ্গে পরিচিত হন। তাঁরা যৌথভাবে প্রথম একক চীনা স্টাইলের ইপি প্রকাশ করেন। ২০১৩ সালে তাঁর নতুন সৃজনশীল চীনা স্টাইলের অ্যালবাম ‘শহরের গল্প’ প্রকাশিত হয়।

বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ‘সাই কোয়ান’ গানটি শুনলেন, সেটি ছেন ইপেংয়ের প্রথম ইপি ‘শহরের গল্প’ থেকে নেওয়া। ইপিটি ছেন ইপেংয়ের একটি অ্যালবামও। ২০১৪ সালের জানুয়ারিতে ইন্টারনেটে এটি প্রকাশিত হয়। সঙ্গীতজগত ত্যাগ করার দু’বছর পর এ অ্যালবামের মধ্য দিয়ে তিনি আবার সেখানে ফিরে আসেন। এতে মোট দশটি মূল চীনা স্টাইলের গান অন্তর্ভূক্ত করা হয়। প্রত্যেকটি গানে চীনের একটি শহরকে প্রেক্ষাপট হিসাবে বিবেচনা করা হয় এবং গানগুলোতে সেখানকার চরিত্র, গল্প অথবা প্রতিনিধিস্থানীয় দৃশ্য বা স্থাপত্য সঙ্গীতের রূপে আঞ্চলিক সংস্কৃতি ও মানবতাবাদী অর্থ প্রতিফলিত হয়। তাঁর ‘সঙ্গীতের মাধ্যমে মানচিত্র আঁকা’র ধারণা ম্যান্ডারিন সঙ্গীতে এ ধরনের প্রথম নজির স্থাপন করে। অ্যালবাম প্রকাশিত হবার পর নেটিজেনদের ব্যাপক দৃষ্টি আকর্ষণ করে। আচ্ছা বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ছেন ইপেংয়ের অন্য একটি গান শোনাতে চাই। এ গানটির নাম ‘ইঁদুর আর চাল ভালোবাসে না’। 

বন্ধুরা, ‘ইঁদুর আর চাল ভালোবাসে না’ গানটি আসলে ২০০৫ সালে সৃষ্ট ছেন ইপেংয়ের একটি মৌলিক গান। গানটি দিয়ে তিনি সে বছর একটি ইন্টারনেট গায়ক প্রতিযোগিতার রানার্স-আপ হন এবং এর মধ্য দিয়ে তিনি তখনকার ‘প্রতিভা অন্বেষণ শো’য়ে জনপ্রিয় শিল্পীতে পরিণত হন। একই বছর তিনি মালয়েশীয় গায়ক জাং তোংলিয়াংয়ের সঙ্গীতানুষ্ঠানে অতিথি হিসেবে সঙ্গীত পরিবেশন করেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ক্যান্টনিজ সঙ্গীত থেকে নেওয়া ছেন ইপেংয়ের দু’টি গান শোনাতে চাই। সঙ্গীতের নাম ‘রাজকুমারী ছাংপিং’ এবং ‘প্রতিটি ধীর প্রতিধ্বনি’। 

২০২০ সালের শেষ নাগাদ ছেন ইপেংয়ের সঙ্গীত স্টুডিও আনুষ্ঠানিকভাবে টিকটক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার মাধ্যমে সারা দেশের অনুরাগীদের কাছে তাঁর বহুমুখী সঙ্গীত প্রতিভাকে পরিচয় করিয়ে দেয়। সৃষ্টি ও পুনর্গঠনের মাধ্যমে তিনি পুনরায় একেকটি সর্বোত্কৃষ্ট সঙ্গীত পরিবেশন করেন। বৈশিষ্ট্যময় স্টাইলের কারণে তিনি অনেক উঁচুতে অবস্থান করছেন। চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে তিনি পর পর দু’টো নতুন গান সৃষ্টি করেছেন, যেগুলো হলো যথাক্রমে ‘এটা কি তুমি?’ এবং ‘বায়ু ও চাঁদের দোষ’। গান দু’টো খুব সুন্দর। 

 

(প্রেমা/রহমান)