‘তারুণ্যের অগ্রযাত্রা’ পর্ব ১৮
2023-05-17 18:54:41

‘তারুণ্যের অগযাত্রা’ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী।  দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার তারুণ্য। তরুণরা চাইলেই পারে সমাজকে বদলে দিতে। এজন্য দরকার তাদের চিন্তা ও মেধার সমন্বয়। চীন ও বাংলাদেশের তরুণদের অফুরান সম্ভাবনার কথা তুলে ধরবো এই অনুষ্ঠানে। তরুণদের সৃজনশীলতার গল্পগাঁথা নিয়েই সাজানো হয়েছে আমাদের তারুণ্যের অগ্রযাত্রা।   

১. হাইনানে বৃত্তিমূলক প্রতিযোগিতায় অনুশীলনকারী শিক্ষার্থীদের দক্ষতা প্রমাণ 

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে

হাইনানে একটি বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে অসংখ্য দক্ষ প্রতিভা ও কর্মশক্তি নিযুক্ত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট আয়োজকরা। ১৩ মে থেকে শুরু হওয়া সংশ্লিষ্ট কার্যক্রমের একটি সিরিজ নভেম্বর পর্যন্ত চলবে।

হাইনান ভোকেশনাল স্কিল প্রতিযোগিতায় তরুণ চীনা পেশাদার এবং শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করেছেন। সম্প্রতি দক্ষিণ চীনের হাইনান প্রদেশের উপকূলীয় শহর হাইখৌতে এ বৃত্তিমূলক দক্ষতা প্রতিযোগিতার ৪৭টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করতে অসংখ্য প্রতিযোগী জড়ো হয়েছেন।

এসব ইভেন্টে উত্পাদন, আধুনিক পরিষেবা এবং তথ্য নেটওয়ার্ক অন্তভুক্ত করা হয়, যা দ্বীপের প্রধান শিল্পগুলোর ওপর আলোকপাত করে।

প্রতিযোগিতাটিতে ছয়টি উপ-ভেন্যু স্থাপন করা হয়। ১৩ মে থেকে শুরু হওয়া এ সংক্রান্ত কার্যক্রমের একটি সিরিজ নভেম্বর পর্যন্ত চলবে। 

প্রদেশের সংশ্লিষ্ট খাতে প্রবৃদ্ধির প্রেক্ষাপটে আরও পেশাদার বিভাগ অন্তর্ভুক্ত করতে এ বছরের প্রতিযোগিতার সুযোগ প্রসারিত করার কথা জানান আয়োজকরা।

প্রকল্প পরিচালক তু সুচি বলেন, "এ বছর হেলথকেয়ার নামে একটি নতুন প্রতিযোগিতামূলক ইভেন্ট আছে, যেখানে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করতে পারছেন তরুণরা। ভবিষ্যতে, আমরা হাইনান ফ্রি ট্রেড পোর্টে কিছু আন্তর্জাতিক প্রতিভাকে পরিচয় করিয়ে দেব।’

হাইনান ২০১৯ সাল থেকেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিল্পে কাজ করতে আগ্রহীদের নিয়ে নানা প্রতিযোগীতার আয়োজন করে আসছে। এরই মধ্যে প্রায় ৭ হাজার দক্ষ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং প্রতিযোগিতার মাধ্যমে সেরাদের নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে ৪ হাজার জনেরও বেশি উচ্চ দক্ষ কর্মী হিসেবে বিবেচিত হয়েছেন।

এই বছরের শুরুর দিকে প্রাদেশিক পর্যায়ে পেশাদার দক্ষতা বিকাশের জন্য একটি তিন বছরের কর্ম পরিকল্পনা ঘোষণা করেছে হাইনান কর্তৃপক্ষ, যার লক্ষ্য তাদের কর্মজীবনকে এগিয়ে নিতে চাওয়া ব্যক্তিদের সহযোগিতা করা।

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ শিহাবুর রহমান

২.  সীমাবদ্ধতা ছাড়িয়ে মহাকাশ অনুসন্ধানে এগিয়ে যাচ্ছে চীনের তরুণ বিজ্ঞানীরা

মহাকাশ অনুসন্ধানেও পিছিয়ে নেই চীনা তরুণরা। মহাকাশ নিয়ে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পূর্ব চীনের আনহুই প্রদেশের গভীর মহাকাশ অনুসন্ধান ল্যাবে একঝাঁক চীনা তরুণ বিজ্ঞানী কাজ করছেন।  সব সীমাবদ্ধতা পেরিয়ে মহাকাশ অনুসন্ধানে এগিয়ে যাচ্ছেন তারা।

২০ বছরের তরুণ বিজ্ঞানী লিউ ই। ক’দিন হলো গবেষক হিসে কাজ শুরু করেছেন আনহুই প্রদেশের গভীর মহাকাশ অনুসন্ধান ল্যাবে। ল্যাবটি প্রতিষ্ঠিত হয়েছে মাত্র ছ’মাস আগে। 

লিউ বলেন, যদিও তার কিছু স্বপ্ন এখনো কল্পনাতীত তবুও এটাই তার স্বপ্ন পূরণের মোক্ষম জায়গা।

লিউ ই, গবেষক, গভীর মহাকাশ গবেষণা ল্যাব

‘আমি পৃথিবীর বাইরে অন্য গ্রহে ঘুরতে যেতে চাই। আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই মানুষ পৃথিবীর বাইরেও অন্য কোনো গ্রহে বসবাস করছে।’

গ্রহ-উপগ্রহ, চাঁদ, গ্রহাণু, সৌরজগতের ভেতরে ও বাইরে গভীরমহাকাশ অনুসন্ধানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সামনে নিয়ে কাজ করছে ল্যাবটি।  ক’দিন আগে প্রতিষ্ঠা লাভ করলেও এরইমধ্যেই সব সীমাবদ্ধতা ছাড়িয়ে যাচ্ছে ল্যাবটি। লিউয়ের এখানে কাজ করতে আশার পেছনে এটিও একটি বড় অনুপ্রেরণা। তাই গভীর মহাকাশ গবেষণা ল্যাবের গবেষক হিসেবে অনেক আশাবাদী লিউ।

লিউ আরো বলেন, সে এবং তার সহকর্মীরা মহাকাশখাতে তাদের চীনা পূর্বসূরিদের দেখানো পথ অনুসরণ করবেন।

শুধু লিউ-ই না, তার মতো আরো অনেক তরুণ প্রতিভা গত বছর থেকে এই ল্যাবে যোগ দিচ্ছেন। তারা সবাই চীনের জাতীয় মহাকাশ প্রোগ্রামগুলোতে কাজ করে নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন।

প্রতিবেদকঃ আব্দুল্লাহ আল মামুন

সম্পাদকঃ রওজায়ে জাবিদা ঐশী

৩.  চীনে বিজ্ঞান প্রতিযোগিতায় বিশ্বের তরুণ বিজ্ঞানীদের পরিকল্পনা উপস্থাপন

এদিকে, দক্ষিণ চীনের কুয়াংতং প্রদেশের ফোশান শহরে অনুষ্ঠিত বিজ্ঞান প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণ বিজ্ঞানীরা মহাকাশ পরীক্ষার ধারণাগুলো শেয়ার করেছেন। গেল সপ্তাহে প্রথম ইন্টারন্যাশনাল স্পেস সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক পেলোড কম্পিটিশনের চূড়ান্ত রাউন্ডে উজ্জ্বল তরুণরা তাদের সেরা ধারণাগুলো তুলে ধরেন।

অর্ধ শতাধিক দেশ এবং অঞ্চলের বিশ্ববিদ্যালয় থেকে ১১০টিরও বেশি দল প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ৩০টি দল মহাকাশ পরীক্ষা এবং যন্ত্র ডিজাইনের জন্য তাদের প্রস্তাব উপস্থাপন করার সুযোগ পায়। 

বৈশ্বিক প্রতিভা ও প্রকল্পগুলো সংগ্রহ করা, পরিচর্যা বা তৈরি করা , মহাকাশ ক্ষেত্রের প্রধান বৈজ্ঞানিক আবিষ্কার এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে যৌথভাবে প্রচার করা এ ইভেন্টের লক্ষ্য। 

এ প্রতিযোগিতায় তরুণ অংশগ্রহণকারীরা ক্ষুদ্র ন্যানো স্যাটেলাইট তৈরি করা থেকে শুরু করে মহাকাশের ধ্বংসাবশেষ সংগ্রহ করার পদ্ধতি এবং গ্রিনহাউস গ্যাসের রিমোট সেন্সিং পর্যন্ত বেশ কিছু আকর্ষণীয় ধারণা তুলে ধরেন।

চীন এরইমধ্যে জাতিসংঘের একটি প্রোগ্রামের মাধ্যমে বেশ কয়েকটি মহাকাশ পরীক্ষার ঘোষণা দিয়েছে, যার লক্ষ্য চীনের মহাকাশ অবকাঠামোকে বিশ্ব বিজ্ঞান সম্প্রদায়ের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ মাহমুদ হাশিম

৪. কলেজ স্নাতকদের চাকরি দিতে চীনে বিশেষ নিয়োগ অভিযান

কলেজ স্নাতকদের পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যে চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় ১৯ মার্চ থেকে ২৬ মে পর্যন্ত একটি বিশেষ নিয়োগ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে চীনের বিভিন্ন প্রদেশের বিশ্ববিদ্যালয় গুলোতে বিভিন্ন সময়ে ক্যাম্পেইন চলমান রয়েছে।

চীনের মানবসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ক্যাম্পেইনটি চলতি বছরের নতুন কলেজ স্নাতক এবং যারা আগের বছরগুলোতে স্নাতক হলেও এখনও চাকরি খুঁজে পায়নি, তাদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। নিয়োগকর্তা এবং মানবসম্পদ সংস্থাগুলোকে বিশেষ, সুনির্দিষ্ট এবং কাস্টমাইজড ফোকাসসহ বিভিন্ন স্কেলের অন-সাইট নিয়োগ মেলায় অংশগ্রহণের জন্য একত্রিত করা হয়েছে।

যে সব শহরে অনেক বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতে , সেই সঙ্গে কেন্দ্রীয় এবং পশ্চিম অঞ্চলে, ক্রস-আঞ্চলিক নিয়োগ মেলাগুলো স্থানীয় কলেজ স্নাতকদের জন্য আরও চাকরির সুযোগ তৈরি করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।  

এর আগে ১৯ থেকে ২৯ মার্চ প্রচারাভিযানের প্রথম ধাপে উৎপাদন, ওষুধ এবং স্বাস্থ্য, ইন্টারনেট, নতুন জ্বালানি এবং আন্ত-সীমান্ত ই-কমার্সের মতো ক্ষেত্রগুলোতে ১৯টি অফলাইন নিয়োগ মেলা, আটটি ক্রস-আঞ্চলিক নিয়োগ মেলা এবং ২৬টি অনলাইন নিয়োগ মেলা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদকঃ রওজায়ে জাবিদা ঐশী

সম্পাদকঃ মাহমুদ হাশিম

আমাদের ‘তারুণ্যের অগযাত্রা’ আজ এই পর্যন্তই । পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি রওজায়ে জাবিদা ঐশী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভকামনা সবার জন্য।

পরিকল্পনা ,পরিচালনা ও সঞ্চালনা : রওজায়ে জাবিদা ঐশী

অডিও সম্পাদনা: রফিক বিপুল

সার্বিক সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী