তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রকে ভুল করলে চলবে না: সিএমজি সম্পাদকীয়
2023-05-14 16:48:12

মে ১৪: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি এক বিবৃতিতে বলেছেন, পর্যবেক্ষক সদস্য হিসেবে এ বছরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে তাইওয়ানের অংশগ্রহণকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তাইওয়ান নিয়ে আবারও ভুল আচরণ করছে যুক্তরাষ্ট্র। তথ্যমাধ্যমের মতে, যুক্তরাষ্ট্রের উত্সাহে আসন্ন জি-৭ শীর্ষ সম্মেলনে চীনা হুমকির কথা আবারও উল্লেখ করা হবে এবং তাইওয়ান সমস্যার ওপর ‘বিশেষ’ দৃষ্টি রাখা হবে।

 

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ তাইওয়ান সমস্যা নিয়ে শোরগোল করে আসছে। যেমন: গত বছরের অগাস্ট মাসে তৎকালীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, তখন জি-৭ এক বিবৃতিতে চীনকে একতরফাভাবে তাইওয়ান প্রণালীর অবস্থা পরিবর্তন না করার দাবি জানায়। তবে এতদঞ্চলের বৃহত্তম হুমকি হচ্ছে তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীরা এবং মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসি।

 

তাইওয়ান সমস্যা হচ্ছে চীনের সবচেয়ে কেন্দ্রীয় বিষয়। একচীন নীতি হচ্ছে আন্তর্জাতিক সমাজের অভিন্ন মতৈক্য ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়ম। এমন বুঝাপড়ার ভিত্তিতে অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে চীন। যদি যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে নিয়ে তাইওয়ান কার্ড ব্যবহার করে, এমনকি কথিত আন্তর্জাতিক মতৈক্য সৃষ্টি করতে চায়, তা কোনভাবেই সফল হবে না।

সম্প্রতি উদীয়মান বাজারের উত্থানের সঙ্গে সঙ্গে জি-৭-এর প্রভাব দিন দিন কমছে। জি-৭ কেবল যুক্তরাষ্ট্রের নিজের আধিপত্য রক্ষার একটি টুল। জি-৭-এর মতৈক্য আন্তর্জাতিক মতৈক্য হতে পারবে না। এমনকি তারা সকল পশ্চিমা দেশেরও প্রতিনিধিত্ব করতে পারবে না।

 

গত এপ্রিল মাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ চীন সফরকালে আবারও একচীন নীতি মেনে চলতে ও একে সম্মান করতে বলেছেন। তাইওয়ান সমস্যা নিয়ে ইউরোপকে নিজের স্বার্থ অনুসারে সিদ্ধান্ত নেয়ার কথা বলেছেন। তাঁর এমন মন্তব্য যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোর উপর নজরদারি চালায় - এমন গোপন নথি ফাঁস হওয়ায় তাদের মধ্যে সৃষ্টি হয়েছে বিশ্বাসের সংকট। জি-৭ গ্রুপ আর ঐক্যবদ্ধ নয়। যদি যুক্তরাষ্ট্র মনে করে কয়েকটি মিত্র দেশকে নিয়ে তাইওয়ান সমস্যার মাধ্যমে চীনকে দমন করতে পারবে, তা হবে ওয়াশিংটনের মারাত্মক ভুল!

(শিশির/এনাম/রুবি)